শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

আচরণবিধি লঙ্ঘন, গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের মনোনয়ন বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৪, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান দুর্জয়ের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৫ মে) নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করে। জামিল হাসান দুর্জয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই।


বিজ্ঞাপন


আরও পড়ুন

প্রার্থিতা ফিরে পেলেন ওবায়দুল কাদেরের ভাই

বার বার আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন কমিশন জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে বলে ইসি সূত্রে জানা গেছে।

জামিল হাসান ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনী আচরণবিধি ভাঙার দায়ে ২১ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ পান জামিল হাসান। পরে ক্ষমা চেয়ে পার পান তিনি। প্রতীক বরাদ্দের আগে জনসভা করায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে আবারও ৭ মে আচরণবিধি ভঙ্গ করায় জরিমানার মুখে পড়েন তিনি। এরপর আবারও অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলে সরকারি দায়িত্ব পালনে সরকারি কর্মকর্তাদের বাধা প্রদানসহ হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মামলার তথ্য লুকিয়ে প্রার্থীর হলফনামা, অভিযোগ ইসিতে

এসব বিষয় উল্লেখ করে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, তা জানতে চেয়ে জামিল হাসানকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। গত সোমবার (১৩ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে তাকে ইসিতে তলব করা হয়। চিঠিতে বুধবার (১৫ মে) দুপুর ১২টায় তাকে নির্বাচন ভবনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর