যাত্রীদের বাস স্টপেজ সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রামপুরা ট্রাফিক জোন। এছাড়াও গণপরিবহনে স্টাফদের হয়রানি দূর করতে বাস স্টপেজের বিবরণ সম্বলিত ব্যানার স্থাপন করেছে ট্রাফিক-মতিঝিল বিভাগ।
ট্রাফিকের রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুল ইসলাম জানান, রামপুরা ট্রাফিক জোন এলাকায় গণপরিবহনের স্টপেজের বিবরণ সম্বলিত ব্যানার স্থাপন করা হয়েছে। এই ব্যানার স্থাপনের ফলে সম্মানিত যাত্রীরা যার যার গন্তব্যের গণপরিবহন সম্পর্কে জেনে ব্যবহার করতে পারবেন। যাত্রীদের স্টপেজ সম্পর্কে ধারণা থাকলে গণপরিবহনের স্টাফরাও হয়রানি থেকে মুক্তি পাবেন এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশের কাজের গতি ত্বরান্বিত হবে।
উল্লেখ্য, রামপুরার মেরাদিয়া, ফরাজি হাসপাতাল, আবুল হোটেল, রামপুরা কাঁচা বাজার, রামপুরা ব্রিজ এলাকায় এসব ব্যানার স্থাপন করা হয়েছে।
এমআইকে/এমএইচএম
বিজ্ঞাপন