শুক্রবার, ১৭ মে, ২০২৪, ঢাকা

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪, ০২:০৫ পিএম

শেয়ার করুন:

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
ফাইল ছবি

প্রতিবারের মতো এবারও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৮টায় এই জামাত শুরুর সিদ্ধান্ত হয়েছে।

ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সোমবার (২৫ মার্চ) ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন


সভার সিদ্ধান্ত অনুযায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

শতাধিক শ্রমিকের ঘামে প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ

এদিকে এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।  

পবিত্র রমজান মাস শেষে শাওয়াল মাসের ১ তারিখ উদযাপিত হবে ঈদুল ফিতর। চাঁদ দেখাসাপেক্ষে ১০ বা ১১ এপ্রিল এবারের ঈদুল ফিতর পালিত হওয়ার কথা রয়েছে।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর