শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

আহমেদ শিমুর নতুন উপন্যাস ‘অচেনা পথে চেনা মানুষ’

তানজিদ শুভ্র
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ পিএম

শেয়ার করুন:

আহমেদ শিমুর নতুন উপন্যাস ‘অচেনা পথে চেনা মানুষ’

অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক আহমেদ শিমুর নতুন বই ‘অচেনা পথে চেনা মানুষ’। বইটি প্রকাশ করেছে অনুজ প্রকাশন। থ্রিলার উপন্যাস এই বইটির প্রচ্ছদ করেছেন মো. সাদিতউজজামান। বইটির মলাটমূল্য ৩২০ টাকা।

বইমেলায় ‘অচেনা পথে চেনা মানুষ’ বইটি এশিয়া পাবলিকেশন এর ২৫, ২৬, ২৭, ২৮ নম্বর স্টলে পাওয়া যাবে। এছাড়াও রকমারিসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও পাঠক বইটি সংগ্রহ করতে পারবেন। 


বিজ্ঞাপন


সামাজিক থ্রিলার জনরার উপন্যাস ‘অচেনা পথে চেনা মানুষ’। এ উপন্যাসে লেখক যাপিত জীবনের স্বপ্ন, ভালোবাসা, বিচ্ছেদ, দুঃখ কিংবা পরিবর্তন ফুটিয়ে তুলেছেন।

বইটি সম্পর্কে আহমেদ শিমু বলেন, ‘অচেনা পথে চেনা মানুষ’ পাঠকের ভরসার জায়গা নষ্ট করবে না এতটুকু বলতে পারি। যারা বইটি পড়বেন তাদের প্রতি আহ্বান বইটি নিয়ে মৌলিক আলোচনা করার।

আহমেদ শিমু গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিভাগে স্নাতকোত্তর শেষ করেন। স্বামী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের সঙ্গে বর্তমানে ময়মনসিংহে থাকেন। ‘শেষ পৃষ্ঠা’, ‘অদৃশ্য দেয়াল’, ‘স্পর্শিতা', ‘দর্পণ’ এবং ‘দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ' তার প্রকাশিত পাঠকপ্রিয় বই।


বিজ্ঞাপন


এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর