দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীনকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে দুদকের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন। খোরশেদা ইয়াসমীন দুদকের সচিবের দায়িত্ব পালন করা মাহবুব হোসেনের স্থলাভিষিক্ত হবেন। আরেকটি প্রজ্ঞাপনে দুদকের সচিব মাহবুব হোসেনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
এমআর