শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিবের দায়িত্ব পালন করা মো. মাহবুব হোসেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীনের সই করা প্রজ্ঞাপনে মাহবুব হোসেনকে দুদক থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
২০২১ সালের ডিসেম্বরে দুদক সচিব হিসেবে দায়িত্ব পান মাহবুব হোসেন। তার আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ছিলেন।
এমআর