শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি অভিবাসী গ্রেফতার
ছবি: আরব নিউজ

সৌদি আরবে আবাসন, কাজ ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অপরাধে এক সপ্তাহে ১৯ হাজার ৩২১ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার (২৭ জানুয়ারি) সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়।


বিজ্ঞাপন


সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আবাসন আইন ভাঙার অপরাধে সর্বোচ্চ ১১ হাজার ৪২৭ জন গ্রেফতার হয়েছেন। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ ছাড়া কাজ–সম্পর্কিত অপরাধে ৩ হাজার ১৯৭ জন গ্রেফতার হয়েছেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করা এক হাজার ৭০ জন ব্যক্তির মধ্যে ৩১ শতাংশ ইয়েমেনি, ৬৭ শতাংশ ইথিওপিয়ান এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

এছাড়া আরও ১৯৩ জন সৌদি থেকে প্রতিবেশী দেশে পাড়ি দেওয়ার চেষ্টার সময় ধরা পড়ে এবং এসব কাজে সহায়তার জন্য আরও ১১ জনকে আটক করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে ঢুকতে যারা সহায়তা করবেন, এমনকি আশ্রয়দাতা ও পরিবহনে যুক্ত থাকা ব্যক্তিদের ১৫ বছর কারাদণ্ড, ২ লাখ ৬০ হাজার ডলার জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।


বিজ্ঞাপন


সূত্র: আরব নিউজ

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর