প্রথমে শুধু বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হলেও নতুন করে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন নসরুল হামিদ।
সোমবার (১৫ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, নসরুল হামিদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
এর আগে গত ১১ জানুয়ারি মন্ত্রিসভার শপথের পর নসরুল হামিদকে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হয়। তিনি ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে টানা দায়িত্ব পালন করে আসছেন। এর আগে এই মন্ত্রণালয়ে এত দীর্ঘদিন কেউ দায়িত্ব পালন করেননি।
আরও পড়ুন
গত ৭ জানুয়ারির নির্বাচনে টানা চতুর্থবারের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে গড়া এই মন্ত্রিসভায় পুরনো অনেকে বাদ পড়লেও ঢাকা-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য নসরুল হামিদের ওপর আস্থা রাখেন সরকারপ্রধান।
জেবি

