বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

নতুন মন্ত্রীরা কে কোন দায়িত্বে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

নতুন মন্ত্রীরা কে কোন দায়িত্বে?
ছবি: সংগৃহীত

টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়ে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করছে আওয়ামী লীগ। ইতোমধ্যে মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে যাত্রা শুরু করেছে নতুন সরকার। তবে মন্ত্রিপরিষদে ঠাঁই হয়েছে বেশ কয়েকজনের। 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দিকে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের পরিচালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া তালিকায় দেখা যায়, ২৫ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ১২ জনই নতুন। এছাড়া ১১ জন প্রতিমন্ত্রীর মধ্যে সাতজন নতুন মুখের দেখা মিলেছে। 

আরও পড়ুন


বিজ্ঞাপন


মন্ত্রীদের মধ্যে নতুন যারা
মুহাম্মদ ফারুক খানকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলীকে অর্থ মন্ত্রণালয়, মো. আবদুস শহীদকে কৃষি মন্ত্রণালয়, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মো. আবদুর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নারায়ণ চন্দ্র চন্দকে ভূমি মন্ত্রণালয়, আবদুস সালামকে পরিকল্পনা মন্ত্রণালয়, মো. জিল্লুল হাকিমকে রেলপথ মন্ত্রণালয়, সাবের হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়, জাহাঙ্গীর কবির নানককে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, নাজমুল হাসানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও সামন্ত লাল সেনকে (টেকনোক্র্যাট) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। 

প্রতিমন্ত্রীদের মধ্যে নতুন মুখরা কে কোন দায়িত্ব পেয়েছেন?
সিমিন হোসেন রিমিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ আলী আরাফাতকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মহিববুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, রুমানা আলীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আহসানুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। 

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর