শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ঢাকা

চার ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৪, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

চার ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুরুর পর প্রথম চার ঘণ্টায় ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।


বিজ্ঞাপন


দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

আরও পড়ুন

ভোটের লাইনে ‘ডামি ভোটার’!

এ সময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, ফরহাদ আহমেদ খান।

নিয়ম অনুযায়ী প্রতি দুই ঘণ্টা পর পর প্রিজাইডিং কর্মকর্তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে কেন্দ্রের ভোটের সংখ্যা জানাচ্ছেন। রিটার্নিং কর্মকর্তা আবার তা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অবহিত করছেন।


বিজ্ঞাপন


এর আগে সকাল আটটায় সারাদেশে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দেশের ২৯৯টি আসনে চলছে ভোট উৎসব। বিরতিহীন ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।

আরও পড়ুন

নৌকা ছাড়া অন্য প্রতীকের এজেন্ট দেখিনি: সিইসি

প্রায় ১২ কোটি ভোটার নিজেদের রায়ে বেছে নেবেন নিজে নিজ এলাকার জনপ্রতিনিধিদের।

নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে ৩শ’ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হচ্ছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর