সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

ছিনতাইয়ের গাড়ি দিয়ে ৭ মাস ধরে ছিনতাই করছিলেন তারা!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

ছিনতাইয়ের গাড়ি দিয়ে ৭ মাস ধরে ছিনতাই করছিলেন তারা!

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুরের পল্লবীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া গাড়ি ও কিছু মোবাইল উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন আবু ছালেক জুয়েল (৩৩), মিজানুর রহমান (৩৫), সোহাগ হাওলাদার (৩৫)।

ডিবির দাবি, তারা দেশের জনপ্রিয় রাইড শেয়ার উবারের গাড়ি ভাড়া করে অস্ত্রের মুখে ছিনতাই করেন। সেই ছিনতাই করা গাড়ি দিয়ে গত সাত মাস ছিনতাইকাজ করে আসছিলেন।

তাদের গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য মিলেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

৮-১০ বছরের শিশুদের নিয়ে ছিনতাইয়ের দল! 

রোববার (৩১ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিবিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধানের দাবি, চলতি বছরের ১৯ মে মিরপুরে মধ্যরাতে একটি উবারের গাড়ি ছিনতাই হয়। সেই গাড়িটি তারা যাত্রীবেশে ছিনতাই করেন। তুরাগ এলাকার দিয়াবাড়ী এলাকায় চালককে অস্ত্রের মুখে গাড়িটি ছিনতাই করা হয়। এরপর সেই গাড়ির খোঁজ চেয়ে মামলা করেন ভুক্তভোগী। কিন্তু গাড়িটি সাত মাস থেকে চালিয়ে ছিনতাই করে আসছিলেন চক্রটির সদস্যরা।

সেই গাড়িটি নরসিংদী থেকে উদ্ধার করা হয় বলে জানান তিনি। এ সময় চালকের মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।  

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর