নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে রাজধানী ঢাকায় দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির এসব সদস্য ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচ্ছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির মেজর আসিক ইকবাল।
বিজ্ঞাপন
এই কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে ঢাকা শহরে আমাদের দেড় শতাধিক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তারা সকাল থেকে কমলাপুর ও মেট্রোরেলের স্টেশন ছাড়াও বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। এখন তারা বাংলাদেশ সচিবালয়ের সামনে টহলরত অবস্থায় আছেন।
এদিকে শুক্রবার বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরপর দুই দিন বিজিবি মোতায়েন ও তাদের টহল দেওয়ার বিষয়টি জানালো বিজিবি।
নির্বাচনের বাকি আর এক সপ্তাহ। এই সময়ে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনের নির্দেশে নিয়মিত বাহিনীর পাশাপাশি পুলিশের এলিট ফোর্স র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দেশজুড়ে মোতায়েন করা এসব বাহিনীর সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রায় ১৩ দিন ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন।
এদিকে শুক্রবার থেকে সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে প্রথমে সিদ্ধান্ত হলেও পরে তা পেছানো হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আগামী ৩ জানুয়ারি থেকে আট দিন সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। গত ২৪ ডিসেম্বর সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রাহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই কথা বলা হয়।
এমআইকে/জেবি