মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

শীতার্তদের ত্রাণ দিতে পারবেন না প্রার্থীরা: ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ এএম

শেয়ার করুন:

শীতার্তদের ত্রাণ দিতে পারবেন না প্রার্থীরা: ইসি
ফাইল ছবি

প্রতিবছর শীতের সময়ে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা। এবারও অনেক ব্যক্তি ও সংগঠন এমন কার্যক্রম শুরু করেছে। তবে নির্বাচন কমিশন বলেছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের কেউ এই কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


এই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন


বিজ্ঞাপন


ইসি জানায়, বর্তমান শীত মৌসুমে শীতার্ত দরিদ্র ও দুর্গত মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি ৬৮টি ইউনিটের মাধ্যমে প্রায় ৪০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম ৩১ ডিসেম্বর মধ্যে সম্পন্ন করার বিষয়ে কমিশন সম্মতি দিয়েছে।

তবে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিধায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসরণপূর্বক রাজনৈতিক দলীয়/স্বতন্ত্র কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওইরূপ বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না।

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর