বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বারবার আচরণবিধি লঙ্ঘন: শম্ভু-বাহারকে ইসিতে তলব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ এএম

শেয়ার করুন:

বারবার আচরণবিধি লঙ্ঘন: শম্ভু-বাহারকে ইসিতে তলব
ছবি: সংগৃহীত

বারবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের মনোনীত দুই প্রার্থীকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। তারা একাদশ জাতীয় সংসদের সদস্যরা বরগুনা-১ আসনের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ইসির আইন-শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম এই দুই প্রার্থীকে ডাকার পৃথক চিঠি পাঠিয়েছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন ও আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।


বিজ্ঞাপন


চিঠিতে কেন প্রার্থিতা বাতিল করা হবে না, বাহারকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া শম্ভুকে ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় ইসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর