শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

‘ভোট ঠেকানো প্রতিহত করাও সাংবিধানিক দায়িত্ব’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

‘ভোট ঠেকাতে আসাদের প্রতিহত করাও সাংবিধানিক দায়িত্ব’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ভোট দেওয়া যেমন গণতান্ত্রিক অধিকার, ভোট না দেওয়াও গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়। যারা ভোট ঠেকাতে আসে তাদের অপতৎপরতা প্রতিহত করাও প্রতিটি নাগরিক ও জনপ্রতিনিধির সাংবিধানিক দায়িত্ব।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে ডিএমপি সদর দফতরে ঢাকা মহানগরের কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত ও ভোটদানে বাধা প্রদান কার্যক্রম যাতে কেউ না করতে পারে সেজন্য কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারাও ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে চেয়েছে এবং আগামী দিনে সবাই যাতে ভোটকেন্দ্রে আসতে পারে সেজন্য আমরা বদ্ধপরিকর।

আরও পড়ুন

এমপি বাহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

তিনি বলেন, সম্প্রতি কিছু রাজনৈতিক দলের নাশকতা সংক্রান্ত কিছু কার্যক্রম, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম যেগুলো হচ্ছে সেগুলো প্রতিরোধে পুলিশের সঙ্গে কাউন্সিলররা একসঙ্গে কাজ করবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোনো ধরনের ঝুঁকি নেই জানিয়ে তিনি বলেন, নির্বাচন উপলক্ষে কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই, নাশকতা নেই। কাউন্সিলররা জানিয়েছেন, তাদের এলাকার লোকজন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন।


বিজ্ঞাপন


ডিএমপির এই মতবিনিময় সভায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার ড. মহিদ উদ্দিন ছাড়াও  উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

এমআইকে/এমএইচএম

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর