শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

আপিলে টিকে গেলেন মাহি বি চৌধুরী 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

আপিলে টিকে গেলেন মাহি বি চৌধুরী 

ঋণখেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসনে যুগ্ম মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র। কিন্তু নির্বাচন কমিশনে আপিল করে ফেরত পেয়েছেন প্রার্থিতা।

রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল শুনানিতে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

এর আগে ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করে মাহি বি চৌধুরী।


বিজ্ঞাপন


তিনি ২০১৮ সালের সাধারণ নির্বাচনে বিকল্পধারার হয়ে মুন্সিগঞ্জ-১ আসন থেকে শাহ মোয়াজ্জেম হোসেনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। 

মাহি বি চৌধুরী বিকল্প ধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে।
 
বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর