রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাড়ে চার ঘণ্টা বন্ধ রেল যোগাযোগ, সিঙ্গেল লাইন চালুর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

সাড়ে চার ঘণ্টা বন্ধ রেল যোগাযোগ, সিঙ্গেল লাইন চালুর চেষ্টা

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে চার ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি রেল যোগাযোগ। তবে সিঙ্গেল লাইন চালুর চেষ্টা করছেন বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে রাত সাড়ে ৯টার দিকে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার ঢাকা মেইলকে বলেন, আশা করছি আধা ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল শুরু হতে পারে। আমরা সিঙ্গেল লাইন চালুর চেষ্টা করছি।


বিজ্ঞাপন


এর আগে মাসুদ সারওয়ার বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

>> আরও পড়তে পারেন:
মেট্রোরেলের নতুন দুই স্টেশন চালু হচ্ছে ১৩ ডিসেম্বর

ধাপে ধাপে খুলবে আগারগাঁও-মতিঝিলের ৭ মেট্রো স্টেশন

এদিকে ঢাকা রেলওয়ে স্টেশনের অন বোর্ড স্ক্রিনে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেখা গেছে, সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস (৭৭৬) বিকেল ৪টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো স্টেশনে অপেক্ষা করছে; তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫) বিকেল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো স্টেশনে দাঁড়িয়ে; চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) বিকেল ৫টায় ছাড়ার কথা থাকলেও সেটিও অপেক্ষমাণ; জয়দেবপুরগামী তুরাগ কমিউটার (তুরাগ) ৫টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি অপেক্ষাধীন রয়েছে; আখাউড়াগামী তিতাস কমিউটার (৩৬) ৫টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি দুর্ঘটনাস্থলে অবস্থান করছে এবং টাঙ্গাইলগামী টাঙ্গাইল কমিউটার (১০৮) সন্ধ্যা ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনো ঢাকা রেলওয়ে স্টেশনে অপেক্ষাধীন রয়েছে।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর