মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা-৫ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, নয়জনের বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ এএম

শেয়ার করুন:

ঢাকা-৫ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ, নয়জনের বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে চতুর্থ দিনের যাচাই-বাছাই কার্যক্রম। দিনভর চলবে এই কার্যক্রম।

দিনের শুরুর দিকে ঢাকা-৫ আসনে ২২ জনের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এতে আওয়ামী লীগের হারুনুর রশীদ মুন্নাসহ ১০ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


 

আরও পড়ুন

ভোটার বাড়ানোর পদক্ষেপসহ রিটার্নিং কর্মকর্তাদের একগুচ্ছ নির্দেশনা

তবে একই আসনের নয়জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। আর প্রয়োজনীয় কাগজ জমা দিতে তিনজন প্রার্থীকে দুই ঘণ্টা সময় দেওয়া হয়।

ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত মোট ১৫টি আসনের মনোনয়ন আজ যাচাই-বাছাই করা হবে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আরও পড়ুন

আলোচিত প্রার্থী যাদের মনোনয়নপত্র বাতিল

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। আর মনোনয়নপত্র বাছাইয়ের সময়কাল ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

বিইউ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর