সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ১৩ হাজার ৩শ’৫৬ পিস ইয়াবা, ৫০ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল, ৩৯৬ বোতল বিদেশি মদ ও ৩ হাজার ৩শ’৭১ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শুক্রবার (১ ডিসেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১টি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বিজ্ঞাপন


এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর