রাজধানী শ্যামপুর এলাকায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ এবং প্রায় সাড়ে তিন লাখ টাকা ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- আলম (৬২), আলমগীর হোসেন (৩৯), পলাশ শেখ (৩৫), সাব্বির হোসেন (৩৪)।
বিজ্ঞাপন
তাদের মধ্যে আলম পুলিশ থেকে বরখাস্ত হওয়া এবং আলমগীর সাবেক সেনা সদস্য।
বুধবার (২৯ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. ম মহিদ উদ্দিন।
ঘটনার বর্ণনা দিয়ে মহিদ উদ্দিন জানান, ফরিদপুরের আলফাডাঙ্গা বাজারের জ্যোতি জুয়েলার্সের মালিক তপন কুমার সাহা ফরিদপুর থেকে রাজধানীর তাঁতীবাজার আসেন। এরপর তিনি প্রায় চার কেজি স্বর্ণ এবং প্রায় সাড়ে তিন লাখ টাকা হাতব্যাগে করে নিয়ে পোস্তগোলা ব্রিজের দিকে সিএনজিতে যোগে রওনা হন। পথে পোস্তগোলা ব্রিজের পূর্ব পাশে ঢালে পৌঁছালে ডিবি পরিচয়ে কিছু লোক তাকে মাইক্রোতে তুলে নেয়। তারা তার হাত পা চোখ বেঁধে ফেলে। তাকে মারধরও করে। এক পর্যায়ে ভয়-ভীতি দেখিয়ে তার সাথে থাকা দুটি মোবাইল এবং টাকা ও স্বর্ণালংকারের ব্যাগটি কেড়ে নেয়।
পথে ওই মাইক্রোবাসটি যানজট দেখে উল্টো পথে ঘুরে আসার চেষ্টা করে। এ সময় ট্রাফিকের দায়িত্বরত সার্জেন্ট তাদের গাড়ির কাগজপত্র দেখতে চান এবং উল্টো পথে আসার কারণ জানতে চান। এ সময় মাইক্রোতে থাকা ব্যবসায়ী তপন কুমার সাহা চিৎকার দেন। তিনি সাহায্য চান সেই সার্জেন্টের কাছে। পরে মাইক্রোতে থাকা আলমগীর নেমে এসে নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেন। কিন্তু মাইক্রোতে থাকা বাকি ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে সেই ট্রাফিক সার্জেন্ট পাশে থাকা পুলিশ সদস্যদের নিয়ে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হন।
বিজ্ঞাপন
পরে এ ঘটনায় শ্যামপুর থানায় একটি মামলা হলে তাদের গ্রেফতার দেখানো হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
এমআইকে/জেবি

