মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব আমাদের নয়: ইসি রাশিদা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম

শেয়ার করুন:

কেন্দ্রে ভোটার আনার দায়িত্ব আমাদের নয়: ইসি রাশিদা

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) রাশিদা সুলতানা বলেছেন, কেন্দ্র ভোটার আনার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। সেই দায়িত্ব সংশ্লিষ্ট প্রার্থীর।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজশাহীতে এক সভায় তিনি এই কথা জানান। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।


বিজ্ঞাপন


ইসি রাশিদা সুলতানা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষই হবে। নিরপেক্ষ নির্বাচন করতে এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্দেশনা না মানলেই ব্যবস্থা নেবে কমিশন।

আরও পড়ুন

‘বিএনপি আসুক বা না আসুক ভোটে সেনাবাহিনী থাকবে’ 

ইসি বলেন, নির্বাচন কমিশন তার নিয়মতান্ত্রিক কাজ করছে। ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, প্রার্থীদেরই এই দায়িত্ব নিতে হবে। বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। আর তারা এলে তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

রাশিদা সুলতানা আরও বলেন, বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনী পরিবেশ দেখতে আসতে শুরু করেছেন। বিদেশি পর্যবেক্ষকরা কোনো চাপ তৈরি করছেন না। বরং কমিশন মনে করছেন, বিদেশি পর্যবেক্ষকরা এলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে।


বিজ্ঞাপন


সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এ প্রস্তুতি সভা রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

‘ভোট নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই’ 

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

এ সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনা জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও থানা পুলিশের অফিসার্স ইনচার্জসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর