দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির ওপর কারও কোনো চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
মঙ্গলবার (২৮ নভেম্বর) মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
নির্বাচন ঘিরে বিশেষ কোনো মহলের চাপ আছে কি না এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের ওপর কারো কোনো চাপ নেই’।
সঠিক সময়েই নির্বাচন হবে জানিয়ে মো. আলমগীর বলেন, ইতোমধ্যে অনেক রাষ্ট্র থেকে কারা কারা নির্বাচন দেখতে আসছেন, তার তালিকাও পেয়েছি। সুতরাং নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। আমাদের নির্বাচনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সঠিক সময়েই নির্বাচন হবে।
বিএনপিকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘কোন দল নির্বাচনে আসবে না আসবে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। এখানে তো কোনো সিদ্ধান্ত অন্যের ওপরে চাপিয়ে দিতে পারে না।’
বিজ্ঞাপন
নির্বাচনের সময় পেছানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘যারা আসেননি তাদের আহ্বান করেছি নির্বাচনে আসেন। যদি এমনও হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন যে সময়সীমা রয়েছে এর মধ্যে থেকেও তারা যদি আসে তাহলে নির্বাচন পেছানো সম্ভব। সেটাতেও আমরা রাজি আছি।’
নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, ‘এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনে সেনাবাহিনী সম্ভবত থাকবে।’
বিদেশি পর্যবেক্ষক আসা না আসার গুঞ্জন উড়িয়ে মো. আলমগীর বলেন, ‘বহির্বিশ্বের উন্নয়নশীল দেশগুলো পর্যবেক্ষণ পাঠাবে না এটা তো কখনো বলেনি। আমরা তো তাদের কাছ থেকে অনেক তালিকা পেয়েছি।’
মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান, মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ জেলার বিভিন্ন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এমআর

