মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলবে কবে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলবে কবে?

আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই ঢাকা-কক্সবাজার রুটে একটি ট্রেন বাণিজ্যিকভাবে চালানোর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, আগামী দিনে রেল ব্যবস্থাকে ঢেলে সাজাবো।

শনিবার (১১ নভেম্বর) কক্সবাজার রেলওয়ে স্টেশনে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রেলমন্ত্রী বলেন, রেলের জন্য ছয়টি সম্ভাব্য নাম আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। এই ছয়টির মধ্যে পছন্দের নামটি তিনি জানাবেন। অথবা তিনি অন্য কোনো নাম দিলে সেটিই রাখা হবে। 

 

আরও পড়ুন

 


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনি পরামর্শ দিয়েছেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার স্থানীয়ভাবে লোকাল বা কমিউটার ট্রেন চালানোর বিষয়ে। আপনার পরামর্শ অনুযায়ী আমরা আগামী দিনে এই রেল ব্যবস্থাকে ঢেলে সাজাবো।

 

আগামী ডিসেম্বর থেকেই ঢাকা-কক্সবাজার রুটে একটি ট্রেন বাণিজ্যিকভাবে চালানোর ঘোষণা দিয়ে তিনি বলেন, ডিসেম্বরেই ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা রুটে একটি ট্রেন আমরা বাণিজ্যিকভাবে চালাতে পারবো। সে অনুযায়ী কাজ এগিয়ে চলছে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রেলপথ মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির, রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান ও দোহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণকাজের প্রকল্প পরিচালক মো. সুবক্তগীন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর