মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রধান বিচারপতির সহযোগিতা চাইলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

CEC
গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা যেন দায়িত্ব পালন করেন, সে বিষয়ে প্রধান বিচারপতির সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান সিইসি।


বিজ্ঞাপন


এর আগে দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে যান সিইসিসহ চার নির্বাচন কমিশনার।

 

আরও পড়ুন

ভোট সুষ্ঠু করতে ইসির নির্দেশনা মেনে কাজ করার আশ্বাস সচিবদের

সাক্ষাতে আলোচনার বিষয়ে সাংবাদিকদের সিইসি বলেন, তফসিলের বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে নির্বাচনকালীন মাঠপর্যায়ে যেসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, তাদের ডিসেম্বর ও জানুয়ারি সময়কালে ফ্রি ও প্রস্তুত রাখার বিষয়ে কথা হয়েছে।


বিজ্ঞাপন


 

বড় দুই রাজনৈতিক দলের মাঝে সমঝোতা বা সংলাপ নিয়ে কোনো কথা হয়েছে কি না- এমন প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, এসব নিয়ে কোনো আলোচনাই হয়নি।

আনুষ্ঠানিকভাবে প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসান শপথ নেওয়ার পর বিভিন্ন দফতর-সংস্থার প্রধান ও কর্মকর্তারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরই অংশ হিসেবে আজ সিইসিসহ চার নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

এআইএম/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর