রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ঢাকা

ঈমানের ভিত্তি মজবুতে প্রিয় নবীকে অন্তর থেকে ধারণ করতে হবে: তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:২০ পিএম

শেয়ার করুন:

DSCC Mayor
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্যকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি: ঢাকা মেইল

ঈমানের ভিত্তি মজবুত করতে হলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে অন্তরের অন্তঃস্থল থেকে ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

 

আরও পড়ুন

সিরাতুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

অনুষ্ঠানে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমাদের ৪ কালেমার প্রথম কালেমা হলো কালেমা তাইয়্যেবা। সেটা- লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। সেটির দুটো অংশ, একটি অংশ হলো- লা ইলাহা ইল্লাল্লাহু আরেকটি মুহাম্মাদুর রাসুলুল্লাহ। এই দুটি অংশের সংমিশ্রণ ছাড়া কালেমা হয় না। আর কালেমা হলো ঈমানের সবচেয়ে বড় অঙ্গ। ঈমানের সবচেয়ে বড় অঙ্গ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে দেখা যায়- আল্লাহ রাব্বুল আলামীন আমাদের স্রষ্টা। তার কোনো শরিক নেই। একইসাথে নবীজীর প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। তাঁকে আমাদের অন্তরের অন্তঃস্থল হতে ধারণ করতে হবে।’


বিজ্ঞাপন


 

১২ রবিউল আউয়ালকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, ‘ঈদে মিলাদুন্নবী (সা.) অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নবীজীর জীবনী থেকে, শিক্ষা থেকে, জীবন-সংগ্রাম থেকে, কর্ম থেকে যত শিক্ষা গ্রহণ করতে পারব, আমরা প্রকৃত মুসলমান হিসেবে ততই সঠিক পথে চলতে পারব।’

DSCC-Mayor1
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলের একটি মুহূর্ত। ছবি: ঢাকা মেইল

এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষার প্রত্যয় ব্যক্ত করে মেয়র তাপস বলেন, ‘বিগত দুই বছরও আমরা এই আয়োজন করেছি। আল্লাহর অশেষ রহমতে এ বছরও আয়োজন করতে পেরেছি। ইনশাআল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রত্যেক বছরই এই আয়োজন অব্যাহত রাখবে।’

এ সময় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয়ভাবে ছুটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান মেয়র।

 

আরও পড়ুন

মহানবীর আদর্শ অনুসরণের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান

আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. শহিদ উল্লাহ মিনু, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শামসুজ্জোহা, করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আয়োজিত ওই অনুষ্ঠানে জাতীয় ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি মোতাহার উদ্দিন, ইমাম ওলামা ঐক্য পরিষদের মহাসচিব লিয়াকত হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র ইমাম হাফেজ মাওলানা নাজীর মাহমুদ, গ্রীন কর্নার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মাহবুবুর রহমানসহ জাতীয় ইমাম সমাজ এবং ইমাম ওলামা ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বয়ান করেন।

ডিএইচডি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর