সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিনিয়র সচিব হলেন জাকিয়া সুলতানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

Public Administration
জাকিয়া সুলতানা। ফাইল ছবি

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাকে সিনিয়র সচিব পদে নিয়োগপূর্বক নামের পাশে উল্লেখিত কর্মস্থলে পদায়ন করা হলো।

 

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।


বিজ্ঞাপন


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

১৯৯১ সালে ১০তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন জাকিয়া সুলতানা। কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ৬ মে শিল্প মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি।

 

আরও পড়ুন

চার যুগ্মসচিবের দফতর বদল

১৯৬৮ সালে নাটোর জেলার সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করা জাকিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তৎকালীন ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ (আইপিজিএমআর) থেকে শরীরবিদ্যায় ১৯৮৯ সালে বিএসসি এবং ১৯৯১ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। পরে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে পরিবেশ ব্যবস্থাপনায় এমএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

 

কর্মজীবনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর