মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নতুন যুগ্মসচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

Public Adninistration
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফাইল ছবি

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. শাহীদুজ্জামান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


রাষ্ট্রপতির আদেশে মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান স্বাক্ষরিত একই প্রজ্ঞাপনে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক (যুগ্মসচিব) মো. সেলিম আখতারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে বদলিপূর্বক নিয়োগ করা হয়েছে।

 

আরও পড়ুন

বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক হলেন আশিক উন নবী তালুকদার

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর গমনের সুবিধার্থে বর্ণিত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত পদে বদলিপূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


বিজ্ঞাপন


 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর