বহুল আলোচিত যুগ্ম কর কমিশনারকে (নারী) অপহরণের পর নির্যাতনের ঘটনায় প্রধান আসামি মাসুদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার রাতে গাজীপুরের শ্রীপুর ও রাজধানীর সবুজবাগ থেকে তাদের গ্রেফতার করে র্যাব। শনিবার (২৬ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মকান্ডার খন্দকার আল মঈন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: রাজশাহীতে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার
তিনি জানান, গ্রেফতারদের ব্যাপারে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
কেআর/এইউ

