শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩, ০৮:৩৫ এএম

শেয়ার করুন:

রাজশাহীতে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে অপহরণের শিকার এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণের অভিযোগে মো. আশিক (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। 


বিজ্ঞাপন


এর আগে, বৃহস্পতিবার রাতে র‌্যাব-৫-এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। 

গ্রেফতার আশিকের বাড়ি বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ভাবনপুর মহল্লায়। 

র‌্যাব জানায়, অপহরণের অভিযোগে ২০ আগস্ট আশিকের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা হয়েছিল। ওই কিশোরীর পরিবার মামলাটি করে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ জানতে পারে, আসামি আশিক রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রাম গ্রামের এক বাড়িতে ওই কিশোরীকে নিয়ে অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। উদ্ধারের পর ওই কিশোরীকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়। আসামি আশিককেও থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর