শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

রক্তের গ্রুপ অনুযায়ী মিলিয়ে নিন কেমন মানুষ আপনি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৮ এএম

শেয়ার করুন:

রক্তের গ্রুপ অনুযায়ী মিলিয়ে নিন কেমন মানুষ আপনি

ব্যক্তিভেদে রক্তের গ্রুপ (Blood Group) ভিন্ন হয়ে থাকে। শুনতে অবাক লাগলেও মানুষের আচার-আচরণ তার রক্তের গ্রুপের সঙ্গে সম্পর্কযুক্ত। রক্তের গ্রুপ থেকে ব্যক্তিত্ব (Personality), পছন্দ, কাজ, জীবন সম্পর্কে জানা যায়।

জাপানে রক্তের গ্রুপের মাধ্যমে জীবনসঙ্গী নির্বাচনের প্রচলন রয়েছে। কোন রক্তের গ্রুপের মানুষ কেমন হয়? চলুন জেনে নিই- 


বিজ্ঞাপন


blood group

A রক্তের গ্রুপ (A +ve, A -ve) 

এ ব্লাড গ্রুপের ব্যক্তির ভালো রোল মডেল হন। তাদের মধ্যে সাফল্য অর্জনের ইচ্ছে রয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন এরা। এই গ্রুপের ব্যক্তিরা নরম স্বভাবের, দায়িত্বশীল, সংবেদনশীল এবং জীবনে ভাল বন্ধু হিসেবে প্রমাণিত হয়।

A ব্লাড গ্রুপের ব্যক্তিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তারা নিজের আগে অন্যদের কথা ভাবে। তবে অতিরিক্ত চিন্তার কারণে এরা দ্রুত মানসিক চাপে পড়েন।


বিজ্ঞাপন


blood group

B রক্তের গ্রুপ (B +ve, B -ve) 

এই রক্তের গ্রুপের মানুষরা দ্রুত অন্যদের সঙ্গে মিশে যায়। অর্থাৎ এরা খুব বন্ধুত্বপূর্ণ হয়। তবে এই গ্রুপের মানুষরা একটু স্বার্থপর হয়। অন্যদের সাহায্য করায় এরা বিশ্বাসী নয়। B ব্লাড গ্রুপের মানুষ খুব পরিশ্রমী। পরিশ্রম করে জীবনে সব পেতে চায় তারা। 

এই ব্লাড গ্রুপের মানুষ সত্যি কথা বলায় বিশ্বাসী। এরা অনেক বেশি জেদি এবং সহজে কিছুতে রাজি হয় না।

blood group

AB রক্তের গ্রুপ (AB +ve, AB-ve) 

এই ব্লাড গ্রুপের মানুষ বেশিরভাগই শান্ত প্রকৃতির হয়। এরা খুব স্মার্ট ও বুদ্ধিমান। সহজে কাউকে বিশ্বাস করে না এই গ্রুপের ব্যক্তিরা। তবে এরা খুব ভাল এবং সত্যিকারের বন্ধু হয়ে ওঠে।

সাধারণত এবি ব্লাড গ্রুপের মানুষরা খুব খাঁটি মনের হয়। এরা নিজের মনের মতো অন্যকে দেখে।

blood group

O রক্তের গ্রুপ (O +ve, O -ve) 

এই ব্লাড গ্রুপের মানুষ খুব ইতিবাচক ও আত্মবিশ্বাসী হয়ে থাকে। একজন ভাল নেতা হওয়ার সবচেয়ে বেশি গুণ থাকে তাদের। এরা খুব পরিশ্রমী হয়। সর্বোচ্চ সাফল্য অর্জনের আবেগ আছে এদের মধ্যে। 

আরও পড়ুন- 
রক্তের গন্ধ কেন অপছন্দ করে মানুষ?

O রক্তের গ্রুপের মানুষেরা অন্যকে খুশি রাখায় বিশ্বাসী। তারা ভালো বন্ধু হয়ে ওঠে সকলের।

আপনার রক্তের গ্রুপ কী? বৈশিষ্ট্যে কি মিল খুঁজে পেয়েছেন? 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর