রোববার, ৩০ মার্চ, ২০২৫, ঢাকা

কোলেস্টেরল বাড়লে যেসব খাবার ভুলেও খাবেন না

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

কোলেস্টেরল বাড়লে যেসব খাবার ভুলেও খাবেন না

নানা কারণে রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ে। কোলেস্টেরল বাড়লে শরীরে নানা উপসর্গ দেখা দেয়। তাই শুরুতেই সাবধান হওয়া উচিত। কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে কিছু কিছু খাবার এড়িয়ে যেতে হবে। জেনে নিন সেসব খাবার সম্পর্কে। 

শরীরে কোলেস্টেরল বাড়ার নেপথ্যে থাকতে পারে অনেক কারণ। এক্ষেত্রে মূল কারণ অবশ্যই খাদ্যাভ্যাস। আপনি ভুল খাবার খেলে শরীরে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা অনেকটাই বাড়ে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই হতে হবে সাবধান। 


বিজ্ঞাপন


bad foodরেড মিট

রেড মিট শরীরে সমস্যা সৃষ্টিকারী একটি খাবার। এই খাবারে পরিমাণ প্রোটিন রয়েছে ঠিকই তবে এর পাশাপাশি রয়েছে অনেকটা ফ্যাটও। এই ফ্যাট শরীর খারাপ করে দিতে পারে। এক্ষেত্রে এই খাবারে ফ্যাটের পরিমাণ এতটাই বেশি থাকে যে রক্ত হু হু করে বাড়ে কোলেস্টেরল। তাই কোলেস্টেরলের সমস্যায় ভোগা প্রতিটি মানুষকে অবশ্যই রেড মিট খাওয়া থেকে দূরে থাকতে হবে। বরং খেতে পারেন অন্য ধরনের মাংস।

প্রসেসড মিট

এই ধরনের খাবারের চল এখন খুব বেড়েছে। এই ওয়েস্টার্ন ফুড অবশ্য শরীরের করতে পারে ভীষণ ক্ষতি। তাই প্রতিটি মানুষকে অবশ্যই হতে হবে সচেতন। কারণ এই খাবারে থাকে খারাপ ফ্যাট। এই ফ্যাট বাড়াতে পারে কোলেস্টেরল। এমনকী এই খাবারে থাকা অনেক পদার্থ মানুষকে বড়সড় সমস্যায় ফেলতে পারে। বাড়ে ক্যানসারের ঝুঁকিও। তাই এই খাবার থেকে দূরে থাকতে হবে।


বিজ্ঞাপন


foodবেকড ফুড

পিৎজা জাতীয় খাবার এখন অনেকই খান নিশ্চয়ই। বেশি মুখরোচক এই খাবারে থাকে প্রচুর ফ্যাট। পাশাপাশি এমন কিছু মশলা এই খাবারে থাকে যা শরীর খারাপ করতে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে হতে হবে সচেতন। এক্ষেত্রে এই খাবারটি মাঝেমাঝে খেলে তেমন সমস্যা দেখা না দিতেও পারে। তবে নিয়মিত খেতে শুরু করলে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা।

ভাজা খাবার

ভাজাপোড়া খাবারের প্রতি টান বেশিরভাগ মানুষেরই। ফ্রেঞ্চফ্রাই থেকে শুরু করে চিকেন রোস্টসহ নানা ধরনের খাবার রয়েছে। এই ধরনের খাবার বাড়িয়ে দেয় কোলেস্টেরল। তাই এগুলো না খাওয়াই উচিত। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর