রোজ বাড়ছে থাইরয়েড আক্রান্ত রোগীর সংখ্যা। আমাদের গলার সামনের দিকে থাকা প্রজাপতি আকৃতির গ্রন্থিটি থাইরয়েড নামে পরিচিত। শারীরিক বৃদ্ধি, দেহের বিকাশ, শারীরবৃত্তিক আর বিপাকীয় নানা ক্রিয়া-প্রক্রিয়ার জন্য এই গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
থাইরয়েডের বেশ কিছু উপসর্গ রয়েছে। এগুলোর দিকে নজর দিলে এই সমস্যাটি মারাত্মক আকার ধারণ করতে পারে না।
বিজ্ঞাপন

ওজন বৃদ্ধি বা কমে যাওয়া
থাইরয়েড হলে দেহের সামগ্রিক বিপাকক্রিয়া প্রভাবিত হয়। ফলে ওজনের হেরফের দেখা যায়। হাইপোথাইরয়েডিজম সম্পর্কিত ওজন হ্রাস নারীদের মধ্যে দেখা সবচেয়ে সাধারণ পরিবর্তনগুলির মধ্যে একটি। অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াও থাইরয়েডের লক্ষণ হতে পারে। শরীরের বিপাকের মাত্রা কমে বা বেড়ে গেলে, শরীরের ক্যালরি বা ফ্যাটের মাত্রারও পরিবর্তন দেখা যায়। যার প্রভাব পড়ে ওজনে।
ক্লান্তি
বিজ্ঞাপন
শরীরে শক্তি জোগায় থাইরয়েড হরমোন। সারাদিন ক্লান্ত লাগলে, অল্পতে হাঁপিয়ে উঠলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। থাইরয়েডের সমস্যার অন্যতম মূল উপসর্গ ক্লান্তি।

অতিরিক্ত ঠান্ডা লাগা
তাপমাত্রা তেমন কম নয়, তবুও খুব শীত লাগছে? এমনটা হলে সাবধান হয়ে যান। শরীর যথেষ্ট পরিমাণে ক্যালরি না ঝরিয়ে সঞ্চয় করে রাখলে অতিরিক্ত ঠান্ডা লাগে। এটি থাইরয়েডের লক্ষণ হতে পারে।
আরও পড়ুন-
মন খারাপের সঙ্গে কি ক্ষুধার সম্পর্ক আছে?
পেশী, জয়েন্টে দুর্বলতা ও ব্যথা
দেহের বিপাকের সমস্যার কারণে পেশী ও জয়েন্টের শক্তির ক্ষয় হতে পারে। এতে পেশী দুর্বল হয়ে পড়তে পারে।

চুল পড়া
থাইরয়েডের সমস্যা হলে চুলের গোড়া দুর্বল হয়ে যায়, খুব চুল পড়ে। তাই হঠাৎ করে চুল পড়ার হার বেড়ে গেলে সাবধান হোন।
আরও পড়ুন-
অনিয়মিত মাসিকের ঘরোয়া সমাধান
মনোযোগ দিতে না পারা এবং ভুলে যাওয়া
মনোযোগ দিতে না পারা কিংবা সহজেই কোনো কথা ভুলে যাওয়া থাইরয়েডের অত্যন্ত পরিচিত লক্ষণ।

অবসন্নতা
থাইরয়েড আক্রান্তরা অনেকসময়েই অবসাদে ভোগেন। দীর্ঘদিন অকারণে মন খারাপ থাকলে সাবধান হোন।
এসব লক্ষণ দেখা দিলে এবং তা দীর্ঘদিন চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
এনএম

