শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বড়দিনে কেক কাটার রীতি এলো যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

বড়দিনে কেক কাটার রীতি এলো যেভাবে

প্রতিবছর ২৫ ডিসেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হয় ক্রিসমাস ডে (Christmas 2022)। উৎসব, আয়োজনে ধুমধাম করে পালিত হয় দিবসটি। এই দিন খ্রিষ্টানরা গির্জায় প্রার্থনা করে এবং একে অপরকে কেক খাওয়ায়। ক্রিসমাস ডে তে কেক কাটার প্রথা বহুদিনের। কিন্তু কবে থেকে এই প্রথা শুরু হলো? কীভাবেই বা এর সূত্রপাত? 

ক্রিসমাসে কেক কাটার পেছনে রয়েছে মজার এক গল্প। চলুন সেটি জেনে নেওয়া যাক- 


বিজ্ঞাপন


cake

প্রথমে বড়দিনে কেক কাটার প্রথা ছিল না। এই ধারণাটি এসেছিল ১৬ শতকে। তার আগে বড়দিনে কেক কাটা হয়নি। এর আগে বড়দিনে রুটি আর সবজি মিশিয়ে এক ধরনের থালি তৈরি করা হতো। একে বরই পুডিং প্রথা বলা হতো। ১৬ শতকে পুডিংয়ের পরিবর্তে গমের আটা ব্যবহার করা শুরু হয়। 

গমের আটার সঙ্গে ডিম, মাখন আর সিদ্ধ বরই যোগ করা হতো। কেউ কেউ এই খাবারটি চুলায় রেখে রান্না করতেন। কেউবা বেক করতেন। এভাবে ধীরে ধীরে এই খাবারটি কেকের রূপ নেয়। এই কেকটিই ‘ক্রিসমাস কেক’ নামে পরিচিতি লাভ করে। 

cake


বিজ্ঞাপন


এক মাস আগে থেকে কেক তৈরি শুরু
 
বড়দিনে কেক তৈরি করা শুরু হয় এক মাস আগে থেকেই। কারণ এই দিনের কেকের চাহিদা সবচেয়ে বেশি থাকে। সবচেয়ে বেশি চাহিদা থাকে ফ্রুট কেকের। এই কেকটিতে ড্রাই ফ্রুটসের পরিমাণ বেশি। অনেকে আবার ঐতিহ্যবাহী বরই কেকও কেনেন। 

আরও পড়ুন 
চুলায় কেক বানানোর রেসিপি

 

বড়দিনের কেক তৈরিতে কিশমিশ ব্যবহার করা হয়। কেকে যেন ছত্রাক না পড়ে সেজন্য কাজটি করা হয়। কয়েক মাস আগেই কিশমিশ ধুয়ে শুকিয়ে রাখা হয়। এই কিশমিশ দিয়েই তৈরি হয় ফ্রুট কেক। যা বড়দিনের ঐতিহ্য।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর