বলিউডের তারকাদের কথা বললেই কল্পনায় ভেসে ওঠে স্লিম ফিট ফিগার। শরীর সম্পর্কে বেশ সচেতন তারা। ফিট থাকতে সবসময় মানেন ডায়েট। তাই বলে যে বার্গার বা বিরিয়ানি একদমই চেখে দেখেন না তা কিন্তু নয়। চিট ডে তে নিজের পছন্দের খাবার খান তারা।
কোন তারকার প্রিয় খাবার কী? চলুন জেনে নেওয়া যাক-
বিজ্ঞাপন
সালমান খান
মধ্যবয়সে পৌঁছালেও দারুণ ফিট সালমান খান। এখনও অনেক নারীর পছন্দের তালিকায় রয়েছেন তিনি। বিরিয়ানি সালমানের প্রিয় খাবার। বিশেষত মা সালমা খানের তৈরি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসেন তিনি। এছাড়া তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে কাবাব।
প্রিয়াঙ্কা চোপড়া
দেশি গার্ল প্রিয়াঙ্কা যেমন স্বাস্থ্য সচেতন তেমনি ভোজনরসিকও। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছিলেন, তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে মাক্কি দি রোটি (ভুট্টা তৈরির রুটি), পিৎজা ও চার্ট খেতে খুব ভালোবাসেন।
বিজ্ঞাপন

হৃত্বিক রোশন
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন। স্ন্যাকস খেতে ভালোবাসেন তিনি। তার পছন্দের খাবারের রয়েছে সিঙ্গারা। এক দুটি নয়, একসঙ্গে বারোটি সিঙ্গারা খেয়ে ফেলতে পারেন তিনি। বাড়িতে রান্না করা মাটনও তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে।
আনুষ্কা শর্মা
খেতে খুব ভালোবাসেন আনুষ্কা শর্মা। প্রিয় খাবার মাখন, বাটার চিকেন। রেস্তোরার থেকে বাড়ির তৈরি রান্না খেতে বেশি ভালোবাসেন তিনি।
অক্ষয় কুমার
গরম, মশলাদার ভারতীয় খাবার খেতে খুব ভালোবাসেন অক্ষয়। থাই গ্রিন কারিও পছন্দ করেন। চাইনিজ ও তন্দুরি খাবার খেতেও খুব পছন্দ করেন এই অভিনেতা।

কারিনা কাপুর খান
কারিনার কোমর দোলানোতে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তিনিও কিন্তু খেতে ভালোবাসেন। বলিউড বেবো ইতালীয় খাবার খেতে খুব পছন্দ করেন। তাছাড়া পাস্তা ও পিৎজা রয়েছে তার প্রিয় খাবারের তালিকায়। মাঝেমধ্যে ভালো চকলেট কেকও খেয়ে থাকেন এই অভিনেত্রী।
শাহরুখ খান
শরীরের ব্যাপারে বেশ সচেতন বলিউড বাদশাহ শাহরুখ খান। নিয়মিত জিম করেন। এড়িয়ে চলেন তেল-চর্বিযুক্ত খাবার। চিকেন তন্দুরি খেতে খুব ভালবাসেন। তার প্রত্যেকদিনের দুপুরের খাবারে এই খাবারটি থাকবেই থাকবে। এছাড়া মাটন বিরিয়ানি ও গ্রিলড চিকেন খেতেও খুব ভালোবাসেন কিং খান।
দীপিকা পাড়ুকোন
বলিউডের সুন্দরী ও লাস্যময়ী অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। জন্মসূত্রে দক্ষিণ ভারতীয় হওয়ায় তার খাবারের প্রথম পছন্দ দক্ষিণ ভারতীয় যেকোনো খাবার। রসম রাইস খেতে ভীষণ ভালোবাসেন তিনি। (রসম একরকমের তেঁতুল গোলা জল, অনেকটা ডালের মতো)। কফি ও নিম্বু পানি রয়েছে পছন্দের খাবারের তালিকায়।

শাহিদ কাপুর
চাইনিজ জাতীয় খাবার খেতে পছন্দ করেন শাহিদ। তাছাড়া বাড়িতে রান্না এবং কম তেল মশলা যুক্ত খাবার খেতে ভালোবাসেন তিনি।
সোনাম কাপুর
অভিনেত্রী সোনাম কাপুরের প্রিয় খাবার পাওভাজি। তিনি পাঞ্জাবী হলেও বাঙালি খাবার সরষে ইলিশ এবং ছোলার ডাল খেতে খুব ভালোবাসেন।
অভিষেক বচ্চন
বিগ বির পুত্র অভিষেক বচ্চন। রাজমা চাউল তার প্রিয় খাবার। গরম ভাতে রাজমার তরকারি খেতে ভালোবাসেন তিনি। এছাড়া কলার টিপস, মশলা চিকেনকারিও খেতে ভালোবাসেন তিনি।

অন্যান্য পাণ্ডে
স্টার কিড হিসেবে অন্যান্য পাণ্ডেকে সবাই চেনেন। ভারতীয় ও ইতালীয় খাবার খেতে ভালোবাসেন তিনি। তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে বাটার চিকেন ও চিজ নান।
রণবীর কাপুর
জংলি মাটন কারী রণবীর কাপুরের সবচেয়ে প্রিয় খাবার। যে মাটনটি তার ঠাকুমা রান্না করতেন সেই মাটনটি খেতে কিন্তু খুব পছন্দ করেন। মিষ্টি দই রয়েছে তার প্রিয় খাবারের তালিকায়।
বিপাশা বসু
বাঙালি অভিনেত্রী বিপাশা বাংলা খাবার খেতে বেশি পছন্দ করেন। বাড়ি তৈরির বাঙালির খাবারের প্রতি এক আলাদাই টান রয়েছে। ভাত খেতেও খুব ভালোবাসেন এই অভিনেত্রী।

রণবীর সিং
অভিনেতা রণবীর সিং মটনকারি, চাইনিজ খাবার, চকলেট এবং বেসনের লাড্ডু খেতে খুব ভালোবাসেন।
কার্তিক আরিয়ান
অভিনেতা কার্তিক পাওভাজি এবং জিরা রাইস খেতে খুব পছন্দ করেন। তাছাড়াও তিনি ভারতীয়, চাইনিজ, জাপানী খাবার খেতেও ভালোবাসেন। গরম রসগোল্লা রয়েছে তার পছন্দের খাদ্যতালিকার মধ্যে।
আয়ুষ্মান খুরানা
রসগোল্লা, ফালুদা, কুলফি, হালুয়া খেতে খুব ভালোবাসেন আয়ুষ্মান। মিষ্টিপ্রেমী মানুষ তিনি। মুরগি মাংসও তিনি মাঝে মধ্যে খেয়ে থাকেন।

আলিয়া ভাট
নিরামিষ খাবার খুব পছন্দ করেন আলিয়া ভাট। দই ভাত এবং ডাল খিচুড়ি তার প্রিয় খাবার। তাছাড়া তিনি মুগ ডাল, রসগোল্লা খেতে খুব ভালবাসেন।
বরুণ ধাওয়ান
বরুণ ধাওয়ানের পছন্দের খাবার হলো মুরগি মাংসের যেকোনো রেসিপি। পাশাপাশি তিনি পনির, কেক, মিষ্টি দই খেতেও ভালোবাসেন।
মাধুরী দীক্ষিত
নাচের জন্য এই অভিনেত্রীকে চেনেন সবাই। তিনি ক্রিম দেওয়া মাছ খেতে খুব পছন্দ করেন।

ভিকি কৌশল
অনুগামীদের হার্টথ্রব ভিকি। আলুর পরোটা, চিকেন, মাছ ও রাবরী খেতে ভালোবাসেন এই অভিনেতা।
তারা সুতারিয়া
বলিউডের এই সুন্দরীর অভিনেত্রী পছন্দের খাবার বিরিয়ানি।
>> আরও পড়ুন: বিরিয়ানির ঘ্রাণে কাবু ৫ বলিউড সুপারস্টার
টাইগার শ্রফ
ফিট ফ্রিক টাইগার শ্রফকে সকলেই চেনেন। তিনি পিৎজা, পাস্তা, ননভেজ খাবার খুব ভালোবাসেন। চকলেটও রয়েছে তার প্রিয় খাবারের তালিকায়।
আমির খান
বলিউড অভিনেতা আমির খানের প্রিয় খাবার মোগলাই রেসিপি। যেকোনো মোগলাই খাবার পছন্দ করেন তিনি। বেকড চিকেন খেতে ভালোবাসেন এই অভিনেতা। সূত্র মারফত জানা গিয়েছে, বর্তমানে নিরামিষ খাবার খান তিনি। ডালের সঙ্গে ভাত খেতে ভালোবাসেন এই অভিনেতা।

কঙ্গনা রনৌত
বলিউড অভিনেত্রী কঙ্গনা ফুচকা খেতে খুব ভালোবাসেন। তিনি পাপড়ি চাট খেতেও খুব পছন্দ করেন।
অজয় দেবগন
অভিনেতা অজয় রোস্টেড চিকেন খেতে ভালোবাসেন। বাঙালি খাবারও তার প্রিয়। মাছ ও তরকারি প্রতি এক আলাদা ভালোবাসা রয়েছে অজয়ের।
>> আরও পড়ুন: কঙ্গনার উজ্জ্বল ত্বকের রহস্য
ইলিয়ানা ডি’ক্রুজ
মায়ের হাতে রান্না করা বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন ইলিয়ানা। তাছাড়া তিনি ডার্ক চকলেট, পিৎজা বার্গার খুব পছন্দ করেন।
সাইফ আলি খান
পাতে চিকেন, মাটন, কাবাব পেলে আর কিছুই চান না সাইফ। বিরিয়ানি ও মোগলাই খেতে খুব পছন্দ করেন তিনি।
এনএম

