বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ক্যাশুনাট সালাদ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

ক্যাশুনাট সালাদ রেসিপি

সালাদ যদি ভিন্ন কায়দায় তৈরি করা যায় তবে তা হয় মুখরোচক। পরিচিত একটি পদ ‘চিকেন ক্যাশুনেট সালাদ’। মুরগির মাংস, কাজুবাদাম, ক্যাপসিকামসহ বিভিন্ন সস দিয়ে তৈরি এই সালাদের রেসিপি জানুন। 

উপকরণ 


বিজ্ঞাপন


চিকেন ব্রেস্ট- ১টি (২ কেজি মুরগীর)
ক্যাশুনাট- ১৫০ গ্রাম
লাল ক্যাপসিকাম- ১টি
সবুজ ক্যাপসিকাম- ১টি

>>আরও পড়ুন: কাঁটা গলিয়ে যেভাবে রাঁধবেন ইলিশের মাথা-লেজ ভুনা

বাটন মাশরুম- ৫/৬টি
কোয়া ছাড়ানো পেঁয়াজ- ১ কাপ
গোলমরিচ গুঁড়া- স্বাদমতো
আদা-রসুন বাটা- ১ চা চামচ করে

salad
সয়াসস- ১ টে চামচ
ফিশসস- ১ চা চামচ (স্বাদমতো)
থেঁতো করা রসুন- ২ কোয়া 
অলিভ অয়েল- ৩ টে চামচ
তেল- ভাজার জন্যে 
শুকনা কর্নফ্লাওয়ার- প্রয়োজনমতো


বিজ্ঞাপন


salad

সালাদ ড্রেসিংয়ের জন্য প্রয়োজন

টমাটো সস- ৩ টে চামচ
সয়াসস- ২ টে চামচ
ওয়েস্টার সস- ১ টে চামচ
ফিশ সস- স্বাদমতো
গোলমরিচ গুঁড়া- স্বাদমতো
সিসমে অয়েল- ১ চা চামচ

একটি বাটিতে ড্রেসিংয়ের সব উপকরণ একসাথে মিশিয়ে রাখুন। 

salad

প্রণালি 

পাতলা ও চিকন করে চিকেন কেটে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে চিকেনের সাথে আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, সয়াসস ও ফিশসস মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেফ্রিজারেটরের ভেতর আধা ঘন্টার জন্যে রেখে দিন। 

প্যানে তেল গরম করে একটা একটা করে চিকেনের টুকরা শুকনা কর্নফ্লাওয়ারে গড়িয়ে ডুবো তেলে হালকা সোনালি করে ভেজে নিন।

>> আরও পড়ুন: সুস্বাদু আলু স্যান্ডউইচের রেসিপি

আলাদা প্যানে ১ টে চামচ তেল গরম করে সোনালি করে ক্যাশুনাট ভেজে তুলে রাখুন। একই প্যানে বাকি তেল গরম করে থেঁতো করা রসুন দিন। রসুন ভেজে মাশরুম দিন। মাশরুম দিয়ে তিন-চার মিনিট ভেজে ক্যাপসিকাম দিন। সুগন্ধ বের হওয়া শুরু হলে পেঁয়াজ দিন। মিনিটখানেট পেঁয়াজ নাড়া-চাড়া করেই চুলা থেকে প্যান নামিয়ে নিন।

salad

এখন বড় একটি বাটিতে চিকেনসহ সব উপকরণ নিয়ে অল্প অল্প করে সালাদ ড্রেসিং চামচ দিয়ে মিশিয়ে নিন। আপনি চাইলে চুলায় থাকা অবস্থায় ড্রেসিং মেশাতে পারেন। ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন দারুণ মজার চিকেন ক্যাশুনাট সালাদ।

>> আরও পড়ুন: রুই মাছের মুড়িঘণ্টের সাবেকি রেসিপি

টিপস: সালাদ ড্রেসিং মেশানোর পর সঙ্গে সঙ্গে পরিবেশন করতে হবে। ড্রেসিং মেশানোর পর সালাদ  বেশিক্ষণ রেখে দিলে চিকেন ও ক্যাশুনাটের মুচমুচে ভাব চলে যাবে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর