শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

চোখে ছানি পড়তে পারে কম বয়সেও

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ১১:০৩ এএম

শেয়ার করুন:

চোখে ছানি পড়তে পারে কম বয়সেও

বয়স বাড়লে মানুষের নানা স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এরমধ্যে চুল পাকা, বলিরেখা ফুটে ওঠা, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা ইত্যাদি অন্যতম। তবে জানলে অবাক হবেন, চোখে ছানি পড়ার সমস্যাটি বেশি বয়সে নয়, কম বয়সেও দেখা দিতে পারে। 

অনেকেই মনে করেন, বয়স ৬০ পেরুলে চোখের এমন সমস্যা দেখা দেয়। তাই খুব একটা সচেতন থাকেন না। কিন্তু চিকিৎসকরা বলছেন, বর্তমানে ৩৫-৪০ বছর বয়সী ব্যক্তিদেরও চোখে ছানি পড়া সমস্যা দেখা দিচ্ছে।


বিজ্ঞাপন


কেন অল্প বয়সেও এই সমস্যা দেখা দিতে পারে? চলুন জেনে নিই- 

১। ডায়াবেটিস রোগ থাকলে চোখে ছানি পড়ার ঝুঁকি বেড়ে যায়। 

eye

২। অনেকসময় সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে চোখের লেন্স ঝাপসা হয়ে যেতে পারে। যা থেকে ছানি পড়া সমস্যা দেখা দেয়। 


বিজ্ঞাপন


৩। বংশে কারোর এই সমস্যা থাকলে আশঙ্কা বেড়ে যায়। 

>> আরও পড়ুন: দৃষ্টিশক্তি ভালো রাখবে ৩ ব্যায়াম

৪। অল্প বয়সে ছানি পড়ার আরেকটি বড় কারণ ‘অ্যাটোপিক ডার্মাটাইটিস’। এটি এক ধরনের অ্যালার্জি। 

৫। চোখের পেশির কার্যক্ষমতা কমে গেলে ছানি পড়া সমস্যা দেখা দেয়। 

eye

৬। যাদের চোখে খুব বেশি ‘মাইনাস পাওয়ার’ থাকে অর্থাৎ মায়োপিয়া সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের চোখে ছানি পড়তে পারে।

৭। রাতকানা রোগ থাকলে অল্প বয়সে ছানি পড়ার ঝুঁকি বেশি।

চোখে ছানি পড়ার লক্ষণ

সাধারণত চোখে ছানি পড়লে সব কিছু নিষ্প্রভ লাগে। ‘কনট্রাস্ট ভিশন’ কমে যায়, ধূসর মনে হয়। 

>> আরও পড়ুন: বদলে যাচ্ছে চোখের গড়ন!

অল্প আলোতে দেখতে খুব অসুবিধা হয়। রাতের বেলায় চোখে কড়া আলো পড়লেও খুব কষ্ট হয়। 

করণীয় কী?

চোখে ছানি পড়লে তা প্রতিরোধ করার বিশেষ কোনো উপায় নেই। অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসক অস্ত্রোপচার করে থাকে। শুরু থেকেই তাই বিষয়টি নিয়ে সতর্ক থাকতে হবে। 

চোখে ছানি পড়ার লক্ষণ দেখা দিলে তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর