বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

বন্ধু তোমায় বলি শোনো

নিশীতা মিতু
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

বন্ধু তোমায় বলি শোনো

বন্ধুত্ব বড্ড পবিত্র এক সম্পর্কের নাম। তবে এর পথ বন্ধুর, মানে উঁচু নিচু। একজন প্রকৃত বন্ধু জীবনে আসে আশীর্বাদ হয়ে। আর ভুল বন্ধু নির্বাচনে ভুগতে হয় অনেককেই। আসলে বন্ধুত্ব এমন একটি বিষয় যাকে কোনো ধরনের ফ্রেমেই আটকানো যায় না। বয়স, সম্পর্ক, জাতি, ধর্ম— সবকিছু এক পাশে ঠেলে বুক উঁচিয়ে বাঁচে বন্ধুত্ব নামের সম্পর্কটি।  

একেক ব্যক্তির কাছে বন্ধুত্বের সংজ্ঞা একেক রকম। ভাবনাও ভিন্ন বটে। বন্ধুর উদ্দেশ্যে কেউ কেউ বলতে চান দুটি কথা। 


বিজ্ঞাপন


friendআব্দুর রহমান আদনানের প্রিয় বন্ধু দুই জন। জাহিদ হোসেন আর ফয়সাল রনি। তিন বন্ধু যেন একই শিকলে বাধা একটি মন। পরম আত্মার আত্মীয়। প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অ্যাকাডেমিক স্তর পার করার পর তোদের সঙ্গে যোগাযোগ কমলেও সম্পর্কটা এখনো দৃঢ় রয়েছে। জীবনের সন্ধিক্ষণে ব্যস্ত হয়ে পড়। যাবতীয় সংঘাত ও বাধা-বিপত্তি পাশ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে যা।’

friendবন্ধুত্বকে সংজ্ঞায়িত করতে গিয়ে এস এম আমানুল হাসান বলেন, ‘বন্ধুত্ব একটি পবিত্র সম্পর্কের নাম। নিঃস্বার্থ একটি বন্ধনে সারাটা জীবন জড়িয়ে থাকার নামই বন্ধুত্ব। সম্পর্ক তো অনেকই হয়। সেসবে থাকে স্বার্থ কিংবা চাওয়া পাওয়ার হিসাব নিকাশ। হিসাবের গরমিলে অনেক সময় ভেঙে যায় সেসব সম্পর্ক কিন্তু বন্ধুত্বের সম্পর্ক বিশেষ। এটা আজীবনের।’

friendঈশিতা পায়েল রায়ের কাছে বন্ধু হলো অতি আপনজন। নিজের প্রিয় বন্ধুর উদ্দেশ্যে তিনি ছন্দ মিলিয়ে বলেন, ‘বন্ধু....  বিশ্বাস, ভালোবাসা আর খুব করে মন বোঝা এক নাম। সব টুকু তুই…. বন্ধু আমার’। 

friendসময় বয়ে যায়। ছোটবেলার বন্ধু তবু বন্ধুই রয়ে যায়। হয়ে ওঠে ভরসার জায়গা। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার বোরহান উদ্দিন বলেন, ‘পাশাপাশি গ্রামে জন্ম। একসঙ্গে বেড়ে ওঠা আমাদের। শুরু থেকে শেষ অবধি দুজন পড়াশোনাও করেছি আলাদা প্রতিষ্ঠানে। তবুও দিনে দিনে আমাদের বন্ধুত্বের গভীরতা বেড়েছে। যে কথা ছড়িয়ে পড়েছে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুমহলে। সবার শুভাশিস আর নিজেদের আন্তরিকতায় আজ আমরা যেন একে অপরের ভরসাস্থল। বেঁচে থাকুক বন্ধুত্ব। আরও অনেক দূর এগিয়ে যাক আমার বন্ধু।’


বিজ্ঞাপন


friendএকই ধরনের অভিজ্ঞা ফাতেমা খান বৃষ্টির। তিনি বলেন, ‘মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন এই সম্পর্কগুলো আমরা জন্মসূত্রে পাই। কিন্তু বন্ধুত্ব আমাদের অর্জন করে নিতে হয়। বন্ধুর প্রভাব আমাদের জীবনে অনেক। তাই বন্ধু নির্বাচনে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমার স্কুলজীবনে আল্লাহ আমার কাছে কয়েকজন ভালো বন্ধু পাঠিয়েছেন যেন ভবিষ্যৎ জীবনের অনেক কঠিন সময়গুলোতে আমি দিশেহারা না হয়ে যাই। দিন তারিখের হিসেবে আমাদের বন্ধুত্ব দেড় যুগেরও বেশি।’

friendবন্ধু যে কেবল সহপাঠীই হয় তা কিন্তু নয়। কখনো কখনো ভাই-বোনও হতে পারে প্রিয় বন্ধু। এই যেমন ক্যালিগ্রাফার মুন্তাসির হক মুন। ভাই তার প্রিয় বন্ধু। তাকে নিয়ে মুন বলেন, ‘সে শুধু আমার ভাই নয়, সে আমার বন্ধু! সেই ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হওয়া। ছোট হওয়াতে তাকে আমি সবসময় ছাড় দিয়েছি আর বিপরীতে সে আমার অনেক কাজকর্মেই সাহায্য করেছে বিভিন্ন সময়ে। আজ দুজন দু জায়গায়। ভীষণ মিস করি তাকে।

friendজান্নাত মিম তার বন্ধুদের নিয়ে অনুভূতি প্রকাশ করে বলেন, ‘টক, ঝাল, মিষ্টি মিশে যেমন আচার হয়, তেমনি টক, ঝাল আর মিষ্টি স্বভাবের তিনজন মিলে আমাদের বন্ধুত্ব! একদিকে চলে পৌষ-ফাগুনের পালা, অন্যদিকে চলে আমাদের মান অভিমানের পালা। তারপর! দিনশেষে আমরা একে অপরের কাছে এসেই খুঁজে পাই মানসিক প্রশান্তি, হারানো 'আমি' কে! তোরা বদলে যাস না প্লিজ।’

বন্ধুকে নিয়ে নানা স্মৃতি জমে জীবনের খাতায়। সেসব স্মৃতিচারণ করে গ্রাফিক ডিজাইনার শাহীন মহিউদ্দীন বলেন, ‘সময়টা ২০১৪। কলেজের প্রথমদিন। আমি ক্লাসে একটু দেরিতে যাই। গিয়ে দেখি কোথাও যায়গা নেই। ক্লাস ভর্তি ছাত্র। কোথাও বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে রইলাম। একটি নাদুসনুদুস স্বাস্থ্যবান ছেলে আমাকে ডাক দিয়ে বললো, ‘ঐ দাঁড়িয়ে আছস কেনো?’ আমি বললাম জায়গা নেই। সে একটু চেপে অল্প একটু জায়গা করে দিয়ে বললো বস এখানে। বসলাম ওর পাশে। ওর নিজেরই জায়গা ছিল না তবে কোনোরকম চেপে বসে ক্লাস করলাম। ঐদিনই প্রথম পরিচয়, ছেলেটার নাম সাহাব। এরপর মাঝেমধ্যে দেখা সাক্ষাত। নাম্বার আদানপ্রদানসহ ফেসবুকে যুক্ত হওয়া। দুই বছর দেখতে দেখতে চলে গেলো। যে যার মতো ব্যস্ত হয়ে পড়লাম ক্যারিয়ার নিয়ে।’

friend‘সময়টা ২০২১। আমি বেকার। আমার একটা জরুরি চাকরি দরকার। করোনার পর একদম হাত গুটিয়ে বসে আছি। কী করবো কিছু বুঝতে পারছিলাম না। এরপর সেই সাহাবের কল। কল দিয়েই জিজ্ঞেস করলো, ‘কিরে কী অবস্থা? কী করিস?’ আমি চাকরি না থাকার কথা জানালাম। এরপর সে বললো, ও এই কথা? আমার পাশের একটা ডেস্ক ফাঁকা আছে৷ জব করবি? করলে চলে আয় আমি ব্যবস্থা করছি।’ যোগ করেন শাহীন

আরও বলেন, ‘এরপর দ্বিতীয়বারের মতো আবারো তার পাশের সিটে বসে পড়লাম। এইতো চলছে। সাহাব আমার একমাত্র বন্ধু যে আমার সফলতা নিজের সফলতা মনে করে। কতোশত স্বপ্ন একসাথে দেখছি। কতোশত দুঃখ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছি। সারাদিন একই অফিসে একসঙ্গে থাকি। তাও ছুটির দিনে কোথাও না বসলে মনে হয় ওকে অনেকদিন দেখি না। বন্ধুত্বটা হয়তো এরকমই। এমনই থাকুক।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর