শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

খালি পেটে আদা খাওয়ার ৩ উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ০৯:১১ এএম

শেয়ার করুন:

খালি পেটে আদা খাওয়ার ৩ উপকারিতা

রান্নায় ঝাঁঝাল স্বাদ আনতে আদা ব্যবহার করা হয়। এই মসলাটি হজমে সহায়ক। প্রাচীন আয়ুরর্বেদশাস্ত্রে বহুবছর ধরে আদা ব্যবহার হয়ে আসছে। নিয়মিত এটি খেলে অনেক শারীরিক সমস্যা থেকেই মুক্তি মেলে। তবে তা খেতে হবে নির্দিষ্ট সময়ে। 

বিশেষজ্ঞদের মতে, খালি পেটে আদা খেলে সবচেয়ে বেশি উপকারিতা পাওয়া যায়। এর কিছু স্বাস্থ্য গুনাগুণ সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। 


বিজ্ঞাপন


gingerহার্ট ভালো রাখে

খালি পেটে আদা খেলে হার্ট ভালো থাকে। এতে রয়েছে এমন কিছু পদার্থ যা রক্তচাপ নিয়ন্ত্রণে সক্ষম। রোজ সকালে হালকা গরম পানিতে আদা ছেঁচে মিশিয়ে পান করুন। উপকার মিলবে। 

gingerব্যথা কমায়

ব্যথায় ভোগেন না এমন মানুষ মেলা ভার। নানারকম ব্যথা আমাদের কাবু করে ফেলে। আদার প্রদাহনাশক ক্ষমতা রয়েছে। তাই, নিয়মিত আদা খেলে ব্যথা কমবে। অনেকের পিরিয়ডের সময় তীব্র পেটব্যথায় ভোগেন। এই সমস্যা থেকেও প্রশান্তি দিতে পারে আদা। 


বিজ্ঞাপন


gingerত্বকের জন্য উপকারি 

গবেষণা অনুযায়ী, আদা ত্বকের জন্য খুবই ভালো। এটি ত্বকের জেল্লা বাড়াতে পারে। তাই সুন্দর ত্বকের স্বার্থে রোজ সকালে আদা খেতে পারেন। 

জানলেন তো, কত উপকারি আদা। এখন থেকে তবে রোজ সকালে আদা জল খেলে দিন শুরু করুন আর থাকুন সুস্থ। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর