মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ট্রেন্ডিং ‘টারমারিক সোপ’ বানান ঘরেই 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

ট্রেন্ডিং ‘টারমারিক সোপ’ বানান ঘরেই 

সাবান কী? প্রশ্নের জবাবে বাঙালিরা বলবে ত্বকের ওপর জমে থাকা ধুলোময়লা পরিষ্কারের উপাদান। এতদিন ধারণাটা এখানেই সীমাবদ্ধ ছিল। গরমকালে নিমযুক্ত সাবান আর শীতে গ্লিসারিনযুক্ত। তবে এখন ধারণা বদলে গিয়েছে। সাবানের কাজ আগের মতোই আছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ত্বকের যত্ন। 

অর্থাৎ ক্রিম ময়েশ্চারাইজারের মতো ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন সাবানও। তবে সেটি বাজারচলতি সাবান নয়। ত্বকের যত্নে বর্তমানে ট্রেন্ডে আছে হলুদের তৈরি বিশেষ সাবান। 


বিজ্ঞাপন


soap_1

হলুদের সঙ্গে বাঙালির পরিচয় বহু দিনের। বিয়ের দিন সকালে গায়ে হলুদ মাখা, বয়ঃসন্ধির ব্রণ সারাতে নিম-কাঁচা হলুদ বাটার প্রলেপের মতো এর অনেক ব্যবহার রয়েছে। অ্যান্টি ব্যাক্টেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর এই প্রাকৃতিক উপাদান। অ্যান্টি অক্সিডেন্টও রয়েছে হলুদে। 

ত্বকের চিকিৎসকের মতে, ‘ত্বকের প্রদাহজনিত সমস্যা, লালচে ভাব, অস্বস্তি নিয়ন্ত্রণে রাখতেও হলুদ বেশ কার্যকরী।’ ত্বকের সমস্যা সমাধানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘টারমারিক সোপ’। এই সাবান চাইলে ঘরেও বানাতে পারেন। 

soap_2


বিজ্ঞাপন


এই সাবান তৈরিতে কী কী লাগবে? 

গুঁড়ো হলুদ: ১ টেবিল চামচ
সোপ বেস: পরিমাণমতো
এসেনশিয়াল অয়েল: কয়েক ফোঁটা

soap_3

কীভাবে সাবান তৈরি করবেন? 

ডবল বয়েলিং মেথডের সাহায্যে প্রথমে সোপ বেস গলিয়ে নিন। তার সঙ্গে মিশিয়ে নিন গুঁড়ো হলুদ। প্রয়োজনে এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। সব উপাদান ভালোভাবে মিশে গেলে মোল্ডে ঢেলে নিন। ২৪ ঘণ্টা এভাবে রেখে দিন। সাবান তৈরি হয়ে যাবে।

কারা এই সাবান ব্যবহার করবেন না?

ত্বক বিশেষজ্ঞের মতে, যাদের ত্বক স্পর্শকাতর কিংবা যাদের হলুদে অ্যালার্জি রয়েছে, তারা এই সাবান ব্যবহার করবেন না। ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় কিংবা সোরিয়াসিসের মতো রোগ থাকে, সেক্ষেত্রে এই সাবান ব্যবহার না করাই ভালো। আর যদি করতেই হয়, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর