বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চা পাতা দিয়ে সাবান বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

চা পাতা দিয়ে সাবান বানাবেন যেভাবে

সাবান একটি নিত্য প্রয়োজনীয় জিনিস। এটি সাধারণত আমরা বাজার থেকে কিনে নিয়ে ব্যবহার করি। তবে আপনি জানেন কি রাসায়নিক উপাদানে যন্ত্রে তৈরি সাবানের বাইরে এটি হাতেও বানানো যায়? আর সেসবের আবেদন ও উপকারিতাও কম নয়। বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বাসায় নিজ হাতে তৈরি করা যায় সাবান। এর মধ্যে একটি উপাদান হলো চা পাতা। 

hommade-soapচলুন জেনে নেওয়া যাক চা পাতা দিয়ে সাবান বানানোর পদ্ধতি— 
> চা পাতা দিয়ে সাবান তৈরি করতে আপনার লাগবে দুটি টি-ব্যাগ, সঙ্গে ২৫০ গ্রাম সাবানের বেস, ১ চামচ পছন্দের এসেনশিয়াল তেল এবং হাফ চামচ orange essential তেল। 
> সবক’টি উপাদান সংগ্রহ করার পরে সাবানের বেসটা ছোট ছোট টুকরো করে নিয়ে সেগুলি একটা কাঁচের বাটিতে নিয়ে চড়া আঁচে গলিয়ে ফেলতে হবে। 
> এটি গলানোর সময় প্রতি তিরিশ সেকেন্ড পরপর নেড়ে দিতে হবে। 
> যখন দেখবেন সাবানের বেসটা পুরোপুরি গলে গেছে, তখন এক এক করে এসেনশিয়াল তেলগুলি মিশিয়ে ভাল করে নাড়তে হবে।


বিজ্ঞাপন


soap
> মিনিট দশেক নাড়ানোর পরে দুটো টি-ব্যাগ থেকে সংগ্রহ করা চা পাতা মিশিয়ে আরেকবার ভালভাবে নাড়াতে হবে। 
> মিনিট পাঁচেক নাড়িয়ে নিয়ে মিশ্রণটি নামিয়ে নিয়ে পছন্দসই কোনো ছাঁচে ঢেলে নিন। 
> এভাবে রেখে দিতে হবে দুই দিন।
> যখন দেখবেন মিশ্রণটা একেবারে জমে গেছে, বুঝবেন আপনার সাবান তৈরি।

এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর