শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাপলি কাবাবের রেসিপি 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

চাপলি কাবাবের রেসিপি 

মাংসের একটি জনপ্রিয় পদ কাবাব। প্রচলিত নিয়মের চেয়ে একটু ভিন্ন স্টাইলে তৈরি করা হয় চাপলি কাবাব। আঙুলের সাহায্যে চেপে পাতলা করে বানানো হয় বলে এই নামকরণ। এই কাবাব বানাতে সময় খুব কম লাগে আর এর জন্য বিশেষ কোন মসলাও লাগে না। যখন তখন বানিয়ে খেতে পারেন এটি। 

পুরান ঢাকার বিখ্যাত চাপলি কাবাব চাইলে ঘরেও বানাতে পারেন। বেশি করে তৈরি করে ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। প্রয়োজনে কেবল তেলে ভেজে নিতে হবে। চলুন এর রেসিপি জেনে নিই। 


বিজ্ঞাপন


উপকরণ

বিফ/ মাটন কিমা- ৫০০ গ্রাম
মিহি পেঁয়াজ- ১/২ কাপ 
আধা ভাঙা ধনে গুঁড়া- ১ চা চামচ
আধা ভাঙা জিরা গুঁড়া- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া- ১ চা চামচ 
গরম মশলা গুঁড়া- ১/২ চা চামচ 
বেসন- ৩ টেবিল চামচ 

chapli kabab
আদা রসুন বাটা- ২ টে চা চামচ 
কাঁচামরিচ কুঁচি- স্বাদমতো
ধনে পাতা কুঁচি- ১/৪ কাপ
টমেটো কুঁচি- বড় ১ টা 
ডিম ফেটানো- ১ টা 
তেল- ১/৪ কাপ 
লবণ- স্বাদমতো  

প্রণালি


বিজ্ঞাপন


অল্প আঁচে শুকনো তাওয়ায় বেসন ভেজে নিন। তেল আর টমেটো কুঁচি ছাড়া সব কিছু একসঙ্গে ভালো মতো মেখে রাখুন ২০ মিনিট। মনে রাখবেন কাবাব হাত দিয়ে মাখানোই ভালো।

এবার টমেটো কুচি মেশান একটু আলতো হাতে। টমেটোর বীজ বা রস রাখবেন না। এভাবে টমেটো না মিশিয়ে বানাতে চাইলে কাবাব বানানোর পরে ভাজার ঠিক আগে আগে চাকা চাকা করে টমেটো কেটে নিয়ে কাবাবের একপাশে চাপ দিয়ে লাগিয়ে দেবেন।

chapli kababযদি টমেটো কুচি দিয় কাবাব বানাতে চান সেক্ষেত্রে টমেটো আগে মেশাবেন না। তাহলে কাবাবের মিশ্রণ একটু পানি ছেড়ে দেওয়া ভাবের হয়ে যাবে। ভাজার ঠিক আগে আগে টমেটো মেখে নেবেন।

চাপলি কাবাব খুব পাতলা করে বানাতে হয়। প্লেটে তেল মাখিয়ে হাতের আঙুলের সাহায্যে আস্তে আস্তে বানাতে পারেন আবার চাইলে এক হাতের তালুতে রেখে অন্য হাতের আঙ্গুলের সাহায্যে চেপে চেপে  বানাতে পারেন। আগে হাতে তেল মেখে নেবেন। 

একটা প্যানে অল্প তেল দিয়ে প্যান গরম করে নিয়ে খুব আস্তে করে কাবাব তেলে দিন। এই কাবাব বেশি ভাজবেন না তাহলে রসালো ভাব চলে যাবে। কাবাব শক্ত হয়ে যাবে। মাঝারি আঁচে শ্যালো ফ্রাই করে নেবেন।

নান, পরোটা কিংবা শুধু সস আর মেয়োনেজ দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চাপলি কাবাব। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর