শীত আসতেই বেশিরভাগ মানুষ গায়ে জড়াচ্ছে সোয়েটার, জ্যাকেট, মাফলার। এ ধরনের পোশাক আরামদায়কও। কিন্তু উলের পোশাক থেকে ববলিন উঠতে শুরু করলে পুরো লুকই নষ্ট হয়ে যায়।
অনেকসময় একবার কাচার পরই সোয়েটার থেকে ববলিন উঠতে শুরু করে। এতে সোয়েটারের সৌন্দর্য যেমন নষ্ট হয়ে যায়, তেমনি পোশাকটি বেশি দিন টেকসই হয় না। কিন্তু সহজ কিছু ঘরোয়া উপায়ে এই সমস্যা দূর করা সম্ভব। চলুন বিস্তারিত জেনে নিই-
বিজ্ঞাপন

নরম ব্রাশ
উলের পোশাকের ববলিন দূর করতে বাজারে এক ধরনের নরম ব্রাশ পাওয়া যায়। সেটি দিয়ে পোশাক ঝেড়ে ফেলতে পারেন। লিন্ট রোলারও ব্যবহার করতে পারেন। ববলিন যদি পরিমাণে কম হয় তাহলে তা আঙুল দিয়ে ধীরে ধীরে টেনে ছিঁড়ে ফেলতে পারেন। কিন্তু এই কাজটি সময়সাপেক্ষ। তাই পোশাক পরার আগে প্রতিবার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন।
ফেব্রিক শেভার
আজকাল বাজারে ববলিন পরিষ্কার করার ফেব্রিক শেভার পাওয়া যাচ্ছে। এই যন্ত্রের সাহায্যে বিনা পরিশ্রমে ববলিন দূর করতে পারেন। ফেব্রিক শেভারের সাহায্যে সোয়েটারের ওপর জমে থাকা ববলিন ট্রিম করে নিন। এতে এক মিনিটেই সব ববলিন পরিষ্কার হয়ে যাবে। আর উলের পোশাক দেখাবে নতুনের মতোন। তবে ফেব্রিক শেভার ব্যবহারের পর অবশ্যই ব্রাশ দিয়ে পোশাকটি ঝেড়ে নিন। ফেব্রিক শেভার না থাকলে রেজর দিয়েও কাজটি করতে পারেন।

কাচার সময় সতর্ক থাকুন
ওয়াশিং মেশিনে উলের পোশাক কাচা এড়িয়ে চলুন। এতে ফেব্রিক নষ্ট হয়ে যায়। উলের পোশাক ঘন ঘন কাচবেনও না, এতে উল পাতলা হয়ে যায়। ঠান্ডা পানিতে মাইল্ড লিকুইড ডিটারজেন্ট কিংবা শ্যাম্পু দিয়ে কেঁচে নিন। ববলিনের সমস্যা এড়াতে পানিতে এক কাপ সাদা ভিনেগারও মিশিয়ে দিতে পারেন। খুব বেশি ঘষাঘষি বা টানাটানি করবেন না। এতে ববলিন ওঠার সমস্যা নিয়ন্ত্রণ করতে পারবেন।
এনএম

