সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাঁসের মাংসের সবচেয়ে সহজ রেসিপি 

কাজী নওশীন লায়লা
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

হাঁসের মাংসের সবচেয়ে সহজ রেসিপি 

হাঁসের মাংস আমাদের দেশের জনপ্রিয় একটি খাবার। শীতের সময় এলে হাঁস বেশি খাওয়া হয়। শীত তো এসেই গেল চলুন তবে জেনে নেওয়া যাক হাঁসের মাংস ভুনার সবচেয়ে সহজ রেসিপি-

উপকরণ


বিজ্ঞাপন


হাঁসের মাংস- ২ কেজি (বড় একটি হাঁস)
পেঁয়াজ কুচি- ২ কাপ
রসুন বাটা- ১ টেবিল চামচ
আদা বাটা- ২ টেবিল চামচ
তেজপাতা- ২টি
এলাচ- ৫টি
লবঙ্গ- ৪টি
দারুচিনি- ২টি

hq720
আস্ত গোলমরিচ- ১০টি
শাহী গরম মসলা গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদের গুঁড়া- দেড় চা চামচ
জিরা গুঁড়া- ১ টেবিল চামচ
ভাজা জিরা- গুঁড়া ১ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- ১ টেবিল চামচ
শুকনো মরিচ বাটা- দেড় টেবিল চামচ
সরিষার তেল- পরিমাণমতো
সয়াবিন তেল- পরিমাণমতো
আস্ত কাঁচা মরিচ ও শুকনা মরিচ - ৪-৫টি
গরম পানি- ২ কাপ
লবণ- স্বাদমতো

hash-1

প্রণালি 


বিজ্ঞাপন


হাঁস চামড়াসহ টুকরা করে নেবেন। এরপর ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। 

একটি হাঁড়িতে তেল গরম করে তাতে আস্ত গরম মসলা দিয়ে এক মিনিট ভেজে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার ভাজা জিরা গুঁড়া আর শাহী গরম মসলা বাদে অন্য সব মসলা দিয়ে কষাতে হবে। 

মসলা কষানো হলে তাতে হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। মিনিট পনেরো এভাবে কষান। এরপর গরম পানি আর লবণ দিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে ঢেকে সেদ্ধ হতে দিন। মাংস সেদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে এলে শাহী গরম মসলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। 

গরম ভাত, চালের আটার রুটি, পরোটা, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে খেতে বেশি ভালো লাগবে।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর