জিনস—অনেকেরই প্রিয় পোশাকের নাম। বিশেষ করে তরুণরা এটি পরতে বেশি ভালোবাসেন। অফিসের ক্যাজুয়াল ওয়্যার থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে পার্টি সবখানেই মানিয়ে যায় এই পোশাক। জিনস পছন্দ করলেও এটি ধোয়ার সঠিক নিয়ম জানেন না অনেকেই। ফলে কিছুদিনের মধ্যেই এর রঙ ফিকে হয়ে যায়, কাপড় দ্রুত নষ্ট হয়ে যায়।
সঠিক নিয়মে যত্ন নিলে বছরের পর বছর জিনস থাকে নতুনের মতো। কীভাবে জিনস ধোবেন? চলুন জেনে নিই-
বিজ্ঞাপন

ঘন ঘন ধোবেন না
প্রতিবার পরেই জিনস ধোয়ার প্রয়োজন নেই। এই পোশাকটি অতিরিক্ত ধুলে রঙ আর কাপড় নষ্ট হয়ে যায়। সাধারণত ৫-৬ বার ব্যবহারের পর জিনস ধোয়া যথেষ্ট। দাগ লাগলে বা গন্ধ হলে স্পট ক্লিনিং করলেই হয়।
উল্টো করে ধুয়ে নিন
জিনসের রঙ যেন ফিকে না হয় সেজন্য এটি সবসময় উল্টো করে ধুতে হবে। বিশেষ করে ডেনিমের বাইরের দিকের ঘর্ষণ কম যাতে হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে।

ঠান্ডা পানিতে ধোবেন
গরম পানিতে কখনোই জিনস ধোয়া উচিত নয়। এতে রঙ দ্রুত উঠে যায়। অনেকসময় জিনসের ফাইবারেরও ক্ষতি হয়। তাই ঠান্ডা অর্থাৎ নরমাল পানিতেই এই পোশাক ধোবেন।
মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করুন
হার্শ ডিটারজেন্টে ব্লিচিং এজেন্ট থাকে যা রঙ নষ্ট করে দেয়। তাই জিনস পরিষ্কার করতে লিকুইড মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করুন। চাইলে একটু ভিনেগার পানিতে মিশিয়ে ধুতে পারেন। এতে রঙ ভালো থাকে।

ওয়াশিং মেশিনে সাবধান
ওয়াশিং মেশিনে জিনস ধুতেই পারেন। তবে ডেলিকেট মোড বা জেন্টল সাইকেল মোড বেছে নিন। মেশিনে অতিরিক্ত স্পিনও ডেনিমের জন্য ভালো নয়।
সরাসরি রোদে নয়
সারাদিন রোদে শুকোলে জিনসের রঙ দ্রুত ফিকে হয়ে যায়। তাই ছায়ায় বা ঘরের ভেতর হাওয়া লাগিয়ে শুকোতে দিন। বেশি সময় লাগলেও জিনস ভালো থাকবে।

ড্রায়ার এড়িয়ে চলুন
ড্রায়ারের অতিরিক্ত তাপে জিনস সঙ্কুচিত হয় এবং ফ্যাব্রিকের স্থায়িত্ব কমে যায়। অতি প্রয়োজন ছাড়া জিনস ইস্ত্রি না করাই ভালো। যদি করতেই হয় তবে উল্টো করে কম তাপে ইস্ত্রি করুন। জিনস ভাঁজ না করে ঝুলিয়ে রাখলে বেশি ভালো থাকে।
এনএম

