রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বয়স তো বেড়েছে, পরিণত হয়েছেন কি? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ০১:১২ পিএম

শেয়ার করুন:

বয়স তো বেড়েছে, পরিণত হয়েছেন কি? 
পরিস্থিতি সামলে নেওয়ার ক্ষমতা অনেকেরই থাকে। তবে শক্ত হাতে পরিস্থিতি সামলাতে জানলেই কি একজন মানুষকে পরিণত বা ম্যাচিউর বলা যায়? (ছবি: ইন্টারনেট)

বয়সের সঙ্গে সঙ্গে যে কেবল দৈহিক পরিবর্তন ঘটে এমনটা নয়। পরিবর্তন আসে মনেও। বদলে যায় ভাবনা, ইচ্ছা। পরিবর্তন আসে আচার ব্যবহারে। তবে বয়সের সঙ্গেই যে মানুষের পরিবর্তন হয় তা নয়। অনেকসময় জীবনের কোনো ঘটনাও মানুষকে এক ধাক্কায় অনেক বেশি পরিণত করে তুলতে পারে। বদলে দিতে পারে দৃষ্টিভঙ্গি। 

হয়ত কিছুদিন আগে জীবনে এমন কিছু ঘটেছে যাতে আপনি একদম ভেঙেচুরে গিয়েছিলেন। এরপর নিজেকে সামলে নিয়েছেন। এখন সেই দিনগুলোর কথা ভাবলেই নিজের বোকামির কথা মনে পড়ে। পরিস্থিতি সামলে নেওয়ার ক্ষমতা অনেকেরই থাকে। তবে শক্ত হাতে পরিস্থিতি সামলাতে জানলেই কি একজন মানুষকে পরিণত বা ম্যাচিউর বলা যায়?


বিজ্ঞাপন


love1

জোর করে ভালোবাসা আদায়: 

জীবনে চলার পথে সবাইকে আপনার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি আপনাকেও সবার পছন্দ না হতে পারে। এই সূত্র খাটে ভালোবাসার ক্ষেত্রে। কাউকে আপনি ভালোবাসেন মানে এই নয় যে তাকেও আপনাকে ভালোবাসতে হবে। ভালোবাসা, বন্ধুত্ব, অ্যাটেনশন— এগুলো কি জোর করে আদায়ের চেষ্টা করেন? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি মোটেও পরিণত নন। পরিণত মানুষ কাউকে জোর করে নিজের জীবনে আটকে রাখতে চায় না। বন্ধুত্ব, প্রেম সব ক্ষেত্রেই তিনি অন্যের মতকেও প্রাধান্য দিতে জানেন। যে যেতে চায়, তাকে যেতে দেওয়াই ম্যাচুরিটি। 

ভুল স্বীকার না করা: 

মানুষ মাত্রই ভুল করে। আপনি কোনো ভুল করলে কি তা স্বীকার করেন? নাকি ভুল করলেও জেতার চেষ্টা করেন? যদি দ্বিতীয় স্বভাব আপনার থাকে তাহলে আপনি পরিণত নন। কারণ পরিণত মানুষরা সহজেই নিজের ভুল মেনে নিতে পারেন।

jealous

অন্যের সাফল্যে ঈর্ষা:

পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, ভাই-বোন কিংবা সহকর্মীর সাফল্য দেখে ঈর্ষা হয়? নাকি অন্যের অর্জনে আনন্দ পান? যদি অন্যের সাফল্যে হিংসা বোধ না হয় তাহলে আপনি মন থেকে ম্যাচিউর হয়ে গিয়েছেন। কিন্তু আপনার যদি অন্যের অর্জনে ঈর্ষা লাগে তাহলে এখনও পরিণত হননি।

আরও পড়ুন- 
 
 
 

তর্কে জেতার প্রবণতা: 

জীবনে অসংখ্যবার অসংখ্য মানুষের সঙ্গে তর্ক-বিতর্ক হবে। হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সবসময় যে তর্কে আপনিই জিতবেন এমনটা নাও হতে পারে। যদি এই বিষয়টি মেনে নেওয়ার মানসিক শক্তি আপনার থাকে তাহলে আপনি পরিণত। আর যদি সবসময় নিজেই তর্কে জিততে চান তাহলে এখনও ম্যাচিউর হননি। 

love2

অপছন্দ না মানা: 

কারও স্বভাব-আচরণ আপনার পছন্দ না-ই হতে পারে। তার মানে এই নয় তাকে জীবন থেকে বাদ দিয়ে দেবেন। প্রতিটি মানুষেরই আলাদা ভাবনা থাকে। কখনো সেগুলো আমাদের সঙ্গে মেলে, কখনো মেলে না। এই বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারাই ম্যাচুরিটি। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর