রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যাপসুল ওয়ার্ডরোব

বর্ষার ফ্যাশনে স্টাইল আর আরাম একসঙ্গে পেতে চান?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫, ১১:৫০ এএম

শেয়ার করুন:

shopping

বাংলাদেশের বর্ষাকাল যেমন রোমান্টিক, তেমনি ঝামেলাপূর্ণও। হুটহাট বৃষ্টি, কাদা, আর অতিরিক্ত আর্দ্রতায় নিত্যদিনের পোশাক পরিকল্পনা হয়ে দাঁড়ায় একটা বড় চ্যালেঞ্জ। এই সময় স্টাইল বজায় রাখতেও হয়, আবার থাকতে হয় আরামদায়ক ও পানিরোধী। আর তাই প্রয়োজন একটি স্মার্ট বর্ষাকালীন ক্যাপসুল ওয়ার্ডরোব—যেখানে থাকবে কম সংখ্যক কিন্তু বহুমুখী পোশাক, যা দিয়ে সহজেই বানানো যাবে নানা স্টাইল।

ক্যাপসুল ওয়ার্ডরোব কী?


বিজ্ঞাপন


ক্যাপসুল ওয়ার্ডরোব মানে ১০-১৫টি প্রয়োজনীয় ও পরস্পর মেলানো যায় এমন পোশাকের সমন্বয়। বর্ষাকালে এর মূল লক্ষ্য হলো এমন পোশাক বেছে নেওয়া, যা দ্রুত শুকিয়ে যায়, পানি রোধ করে এবং আরাম দেয়।

rain_coat

বর্ষাকালীন ক্যাপসুল ওয়ার্ডরোবের অপরিহার্য উপাদানগুলো

রেইনকোট বা ট্রেঞ্চ কোট


বিজ্ঞাপন


হালকা, পানিরোধী রেইনকোট বর্ষায় ব্যবহারিক ও ফ্যাশনেবল। ঢাকার নিউমার্কেট, মৌচাক, কিংবা বসুন্ধরা সিটির দোকানে ১,০০০–২,৫০০ টাকার মধ্যে ভালো মানের রেইনকোট পাওয়া যায়।

nari

দ্রুত শুকিয়ে যায় এমন কাপড়ের পোশাক

নাইলন, পলিয়েস্টার বা মিশ্র কাপড়ের প্যান্ট, শার্ট, কুর্তি বা টিউনিক বর্ষাকালে কার্যকর। হালকা প্রিন্ট বা রঙ বেছে নিন যাতে দাগ কম লাগে।

পানিরোধী জুতা

গামবুট, রাবারের ফ্ল্যাটস বা ওয়াটারপ্রুফ স্নিকারস শহর ও গ্রামীণ দুই পরিবেশেই কার্যকর। কম দামে এগুলো পাওয়া যায় নিউমার্কেট, চাঁদনি চক, এবং স্থানীয় শপিং মলে।

beisti

ছাতা ও হ্যাট

একটা ফোল্ডেবল ছাতা বর্ষায় সবসময় দরকারি। হালকা ওয়াটারপ্রুফ হ্যাট বা ক্যাপও বেশ কার্যকর। লোকাল মার্কেটে ২০০–৫০০ টাকার মধ্যেই মানসম্পন্ন ছাতা পাওয়া যায়।

ওয়াটারপ্রুফ ব্যাগ

ল্যাপটপ, মোবাইল, নথি ইত্যাদি ভেজা থেকে রক্ষা করতে দরকার ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক বা টোট ব্যাগ। অনলাইন শপে ১,০০০–২,০০০ টাকায় ভালো ব্যাগ পাওয়া যায়।

sari

ক্যাপসুল ওয়ার্ডরোব তৈরির সহজ টিপস

নিরপেক্ষ রঙ বেছে নিন: ধূসর, নেভি ব্লু, বা কালো—এই রঙের পোশাক সহজে দাগ দেখায় না এবং মিলিয়ে পরাও যায় সহজে।

স্তরযুক্ত পোশাক পরুন: হালকা জ্যাকেট বা কুর্তির উপর কার্ডিগান বা রেইন কোট পরলে কাজেও লাগবে, ফ্যাশনেও।

আনুষঙ্গিকেও গুরুত্ব দিন: ওয়াটারপ্রুফ ঘড়ি, ব্যাগ, গয়না বা স্যান্ডেল—সবই বর্ষার সঙ্গে মানানসই হলে উপকার পাবেন।

rain

শহরে, যেমন ঢাকা বা চট্টগ্রামে, বৃষ্টির সঙ্গে যানজটের ঝক্কি এড়াতে চাই হালকা কিন্তু কার্যকর পোশাক। মেয়েদের জন্য টিউনিক+লেগিংস বা বয়ফ্রেন্ড জিন্স+শার্ট দারুণ কার্যকর।

গ্রামে বা উপজেলায় কৃষি ও শ্রমনির্ভর কাজে গামবুট ও প্লাস্টিকের রেইনকোট বেশি জনপ্রিয় ও কার্যকর।

স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরাও ক্যাপসুল ওয়ার্ডরোবের মাধ্যমে প্রতিদিন ভিন্ন লুক বজায় রাখতে পারেন।

style

পোশাকের যত্ন রাখুন—বৃষ্টির দিনে দরকার বাড়তি সতর্কতা

ভেজা পোশাক যেন স্যাঁতস্যাঁতে না থাকে, বায়ুচলাচল জায়গায় শুকান।

জুতার ভেতরে পুরোনো পেপার রেখে আর্দ্রতা শোষণ করুন।

রেইনকোট বা ব্যাগে ওয়াটারপ্রুফ স্প্রে ব্যবহার করলে সেগুলোর আয়ু বাড়ে।

টেকসই ও বাজেট-বান্ধব কেনাকাটাই হোক লক্ষ্য

ঢাকার লোকাল মার্কেটে অল্প বাজেটেই পাওয়া যায় অনেক দরকারি বর্ষাকালীন পোশাক ও গিয়ার।

আরও পড়ুন: বর্ষাকালে এসব মাছ খেলে হতে পারে পেটের সংক্রমণ

টেকসই ফ্যাশন পছন্দ হলে স্থানীয় হস্তশিল্প বা পরিবেশবান্ধব পণ্য বেছে নিন—যেমন হ্যান্ডলুম কুর্তি বা রিসাইকেল করা গামবুট।

বর্ষা মানেই শুধু ভেজা পথ আর কাদা নয়, বরং নিজের স্টাইল ও আরামকে রক্ষা করার সময়ও বটে। পরিকল্পিত ওয়ার্ডরোব থাকলে এই মৌসুমেও আপনি থাকবেন আত্মবিশ্বাসী, প্রস্তুত ও স্টাইলিশ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর