সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কর্মজীবন

ঈদের ছুটির পর অফিসে মন বসছে না? জেনে নিন করণীয়

চাকরি ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

ঈদের ছুটির পর অফিসে মন বসছে না? জেনে নিন করণীয়

ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি— সব মিলিয়ে এক ধরনের নির্ভার আনন্দে ভেসে যাই আমরা। কিন্তু এই বিশ্রামের পর আবার কর্মস্থলে ফেরা মানেই এক ধরনের মানসিক ও শারীরিক চ্যালেঞ্জ। অনেকেই ছুটির পর অফিসের কাজের গতি পেতে হিমশিম খান।

কিন্তু কিছু সহজ কৌশল মেনে চললে ছুটির পর অফিসের রুটিনে ফিরে আসা হয়ে উঠবে অনেকটাই সহজ।


বিজ্ঞাপন


১. সময় মেনে ঘুম ও জাগরণ শুরু করুন

ছুটির সময় অনিয়মিত ঘুম অভ্যাস তৈরি হতে পারে। কর্মস্থলে ফেরার আগেই রাতে ঠিক সময়ে ঘুমানোর চেষ্টা করুন এবং সকালেও নির্দিষ্ট সময়েই উঠুন। এতে দেহের বায়োলজিক্যাল ক্লক স্বাভাবিক হবে।

২. প্রথম দিনেই চাপ না নিয়ে ধীরে শুরু করুন

সব কাজ একদিনে করার চাপ নেবেন না। গুরুত্বপূর্ণ ও জরুরি কাজগুলো আলাদা করে লিস্ট করুন। ধাপে ধাপে এগিয়ে যান।


বিজ্ঞাপন


OFC

৩. ডেস্ক ও ইনবক্স পরিষ্কার করুন

অফিসে এসে নিজের ডেস্ক গোছানো ও ইমেইল ইনবক্স আপডেট করাটা খুবই গুরুত্বপূর্ণ। এতে মানসিকভাবে ফোকাস ফিরবে এবং অগোছালো ভাব দূর হবে।

৪. সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ান

সহকর্মীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করুন। সামান্য হাসি বা গল্পও মন ভালো করতে সাহায্য করে। এতে টিম স্পিরিটও ফিরে আসে দ্রুত।

৫. মনোযোগ ফিরিয়ে আনুন ছোট ছোট কাজ দিয়ে

একদম জটিল কাজ দিয়ে শুরু না করে ছোট কাজগুলো দিয়ে মনোযোগ বাড়াতে থাকুন। এতে ধীরে ধীরে কাজের ধারায় ফেরা সহজ হয়।

৬. নিজেকে সময় দিন, বিরতি নিন

প্রয়োজনে মাঝেমধ্যে কয়েক মিনিটের বিরতি নিন। হালকা চা-কফি, পানি পান করুন, চোখ বিশ্রাম দিন। এতে ক্লান্তি কমবে।

আরও পড়ুন: চাকরিতে ঘন ঘন ছুটি নিলে কী হয়?

৭. ব্যক্তিগত টার্গেট সেট করুন

নিজের জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করুন—আজ কোন ফাইলটা শেষ করবেন, কত ইমেইল রিপ্লাই করবেন ইত্যাদি। এগুলো পূরণ হলে তৃপ্তিও বাড়ে।

৮. কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখুন

ছুটির মেজাজ একেবারে মুছে ফেলতে হবে না। কাজের ফাঁকে ছোট কিছু আনন্দের মুহূর্তও উপভোগ করুন—তাহলেই হবে 'ব্যাক টু অফিস' স্মুথ ট্রানজিশন।

ঈদের ছুটির পর কাজের পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া একটু সময়সাপেক্ষ হলেও অসম্ভব নয়। কিছু নিয়মিত অভ্যাস এবং পরিকল্পিত সময় ব্যবস্থাপনার মাধ্যমে এই ফেরাটা হয়ে উঠতে পারে একদমই ঝামেলামুক্ত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর