শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশে ফের করোনার হানা, ভ্যাকসিন নিতে হবে যাদের

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২৫, ০৯:০৪ এএম

শেয়ার করুন:

corona

বাংলাদেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, সম্প্রতি দেশে কোভিড-১৯ এ আক্রান্তের হার বেড়েছে, এবং শনাক্তের সংখ্যা এপ্রিলের তুলনায় দ্বিগুণ হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনার নতুন ধরন Omicron JN.1 ও XFG, XFC ছড়াতে শুরু করেছে। এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আবারও বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি টিকাদান কর্মসূচির আওতায় বর্তমানে প্রায় ৩১ লাখ ফাইজার টিকার মজুত রয়েছে। এর মধ্যে ১৭ লাখের মেয়াদ আগামী ৬ আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে। ফলে দ্রুত কার্যকর টিকাদান উদ্যোগ না নিলে তা নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১০ জন

যাদের টিকা নেওয়া আবশ্যক

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যাদের সর্বশেষ টিকা নেওয়ার পর ৬ মাস বা তার বেশি সময় পার হয়েছে, তাদের নতুন করে বুস্টার ডোজ নিতে হবে। বিশেষ করে নিম্নোক্ত ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত জরুরি-

৬০ বছর বা তার বেশি বয়সী নাগরিক,


বিজ্ঞাপন


গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী,

দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা (যেমন-ডায়াবেটিস, অ্যাজমা, হৃদরোগ, ক্যানসার),

ইমিউনো-কমপ্রোমাইজড বা রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিরা,

সম্মুখসারির স্বাস্থ্যকর্মী।

virus

টেস্টিং কিট সংকট এবং সতর্কতা

ঢাকা মেডিকেল কলেজসহ কয়েকটি হাসপাতাল করোনা পরীক্ষার কিট সংকটে ভুগছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণের লক্ষণ দেখা দিলে ঘরেই আইসোলেশন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।

করণীয়

বিশেষজ্ঞরা মনে করছেন, টিকার পাশাপাশি মাস্ক পরা, হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলা এখনো সমান গুরুত্বপূর্ণ। যাদের রক্তে অক্সিজেনের মাত্রা কম (৯৪% এর নিচে), তাদের অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

করোনা আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তবে ভয় নয়—সচেতনতা ও যথাযথ প্রস্তুতি হলেই এই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সময়মতো টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি করণীয়।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর