সময়ের সঙ্গে সব পরিবর্তনশীল। একেক সময় একেক প্রজন্ম রাজত্ব চালায়। আবার আজ যারা তরুণ প্রজন্ম তারাই ভবিষ্যতের বৃদ্ধ। জন্মসালের ওপর ভিত্তি করে প্রতিটি প্রজন্মে এক এক নামে ডাকা হয়। এই যেমন জেনজি। গত বছর থেকে এই শব্দটি বহুবার শুনেছেন নিশ্চয়ই। সাধারণ মানুষের মনে তাই প্রশ্ন জাগে, জেনজি কারা? এদের আচরণ কেমন হয়?
জেনজি কারা?
জেনজি (জেনারেশন জেড) বলতে সেই প্রজন্মকে বোঝায় যাদের জন্ম ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে। জেনারেশন জি-এর বেশিরভাগ সদস্যই জেনারেশন জোন্স বা জেনারেশন এক্স-এর সন্তান।

প্রযুক্তিতে সঙ্গী করেই এই প্রজন্ম বেড়ে উঠেছে। ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের হাতের মুঠোয়। আর তাই জেনজিদের ‘ডিজিটাল নেটিভস’ বলে সম্বোধন করা হয়। জেনজিদের আচরণ অনেক ক্ষেত্রে আগের প্রজন্মের তুলনায় ভিন্ন। কারণ তারা প্রযুক্তি, দ্রুত পরিবর্তনশীলতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে বেশি পরিচিত। চলুন তাদের আচরণ সম্পর্কে জেনে নিই-
জেনজিদের কিছু সাধারণ বৈশিষ্ট্য:
১. প্রযুক্তি নির্ভরতা:
জেনজিরা প্রযুক্তি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা প্রযুক্তিগতভাবে বেশি দক্ষ। এই প্রজন্ম সামাজিক যোগাযোগ, বিনোদন এবং কাজের জন্য স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য ডিভাইস ব্যবহার করে।

২. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ:
এই প্রজন্ম দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং তাদের সিদ্ধান্তগুলো প্রায়শই দ্রুত পরিবর্তনশীল। জেনজিরা দ্রুত পরিবর্তনশীল পরিবেশে কাজ করতে এবং জীবনযাপন করতে অভ্যস্ত। অর্থাৎ তাদের নেওয়া সিদ্ধান্ত দ্রুত পরিবর্তনশীল।
আরও পড়ুন-
৩. ব্যক্তিগত স্বাধীনতা:
জেনজি প্রজন্ম তাদের নিজস্ব পথ বেছে নিতে এবং নিজের মতামত প্রকাশ করতে বেশি স্বাধীনতা চায়। তারা তাদের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনকে নিজেদের মতো করে সাজাতে পছন্দ করে। ব্যক্তিগত জীবন বা সিদ্ধান্তে অন্য কারোর হস্তক্ষেপ তারা পছন্দ করে না।

৪. সামাজিক সচেতনতা:
সামাজিক সমস্যা এবং পরিবেশগত সমস্যা নিয়ে জেনজিরা বেশি সচেতন। তারা সামাজিক কাজ এবং পরিবেশ রক্ষার জন্য কাজ করতে বেশি আগ্রহী।
আরও পড়ুন-
৫. কাজের প্রতি আগ্রহ:
জেনজিরা কর্মক্ষেত্রে নিজের সেরাটা দিতে পছন্দ করে এবং তারা এমন পরিবেশে কাজ করতে চায় যেখানে তাদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করার সুযোগ রয়েছে।

৬. কাজে নমনীয়তা:
জেনজিরা নমনীয় পরিবেশে কাজ করতে এবং বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করে। তারা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে কাজ করতে এবং নতুন জিনিস শিখতে অভ্যস্ত।
৭. সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়:
এই প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকে এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে জীবন ও কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করে।

জেনজিদের আচরণ পূর্ববর্তী প্রজন্মের তুলনায় ভিন্ন হতে পারে। কিন্তু তারা তাদের নিজস্ব বৈশিষ্ট্য এবং গুণাবলী নিয়ে এগিয়ে চলছে। প্রযুক্তি নির্ভরতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক সচেতনতা জেনজিদের মূল বৈশিষ্ট্য।
এনএম

