রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কেন কমতে থাকে বন্ধুর সংখ্যা?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৫, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কেন কমতে থাকে বন্ধুর সংখ্যা?

সায়ানের কণ্ঠে হয়ত শুনেছেন, ‘কেন বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়/ কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়’। গানের কথাগুলো যেন জীবনের সঙ্গে মিলে যায়। সত্যিই বয়স যত বাড়ে বন্ধু তত কমে। কিন্তু কেন এমনটা হয়? 

বর্তমান ডিজিটাল যুগে বন্ধুত্ব এক ক্লিকের ব্যাপার। হাত বাড়ালেই হাজারো বন্ধুর হাতছানি। সোশ্যাল মিডিয়ায় ক্লিক করলেই মেলে নতুন বন্ধু। তবে তারা কি আদৌ জীবনের অংশ হতে পারে? সুখ-দুঃখ, আনন্দ-বেদনা কি সহজে তাদের সঙ্গে ভাগ করা যায়? 


বিজ্ঞাপন


friendship2

মনোবিদদের একাংশের দাবি, ৩০ বছর বয়সের পর থেকে বন্ধুর সংখ্যা কমতে শুরু করে। পাশাপাশি, ৩০ এর পর মানুষ নতুন বন্ধুত্ব তৈরির ক্ষেত্রেও সতর্ক থাকে। বয়স বৃদ্ধির সঙ্গে বন্ধু কমার পেছনে রয়েছে একাধিক কারণ: 

১. সময়ের অভাব: 

বয়সের সঙ্গে সঙ্গে সবারই দায়িত্ব বাড়তে থাকে। কর্মজীবন ও সাংসারিক জীবনের জাঁতাকলে আলাদা করে বন্ধুকে দেওয়ার মতো সময় হয়ে ওঠে না। স্বাভাবিকভাবেই কমতে থাকে যোগাযোগ। আর যোগাযোগ কমায় কমে যায় বন্ধুও।


বিজ্ঞাপন


friends

২. সুযোগের অভাব: 

শৈশবে স্কুল বা খেলার মাঠে নিয়মিত সমমনস্কদের সঙ্গে মেলামেশার সুযোগ থাকে। বয়স যত বাড়ে, এই ধরনের সুযোগ তত কমে। তাই নতুন করে বন্ধুত্ব আর তৈরি হয় না।

আরও পড়ুন-

৩. জীবনের গুরুত্ব: 

সময়ের সঙ্গে ব্যক্তিভেদে জীবনের প্রতি গুরুত্ব বদলে যায়। জীবনের পরিকল্পনায় তখন ক্যারিয়ার, পরিবার, ব্যক্তিগত শখ কিংবা অবসর বেশি গুরুত্ব পায়। এসবের ভিড়ে বন্ধুত্ব কিছুটা কোণঠাসা হয়ে যায় বটে। ফলে কমে বন্ধুর সংখ্যা। 

friends1

৪. প্রত্যাখ্যানের ভয়: 

শৈশবে সবার মন থাকে পবিত্রতায় ভরপুর। মনের মধ্যে ধুলো-বালির আস্তরণ থাকে না। তাই বন্ধুত্বে প্রত্যাখ্যানের ভয় থাকে না। কিন্তু সামাজিক কাঠামোর শর্ত মেনে যখন জীবনযাপন করতে হয় তখন মনের মধ্যে প্রত্যাখানের ভয় এমনিই চলে আসে। তাই মধ্যবয়সে এসে কেউ নতুন করে বন্ধুত্বের হাত বাড়াতে ভয় পান। আবার বন্ধু হতেও দ্বিধায় থাকেন। 

৫. নিরাপত্তাহীনতা: 

বয়সের সঙ্গে সঙ্গেই দেখা দেয় নিরাপত্তাহীনতা বোধ। কে কী বলছে এবং নিজেকে অন্যরা কীভাবে বিচার করতে পারে এসব নিয়ে অনুমান প্রতিনিয়ত মনকে দগ্ধ করে। তাই অপরিচিত বা পেশাগত দায়বদ্ধতার গ্যাঁড়াকলে বন্ধুত্বের সম্পর্ক আটকে যায়। তাই নতুন করে আর বন্ধু তৈরি হয় না। 

friends2

৬. ব্যক্তিগত স্বস্তি:

বড় হওয়ার পর মানুষের জীবনে দ্রুত বদল আসে। মানুষ জীবনের সব ক্ষেত্রে আরাম খুঁজে নিতে চেষ্টা করে। দাম্পত্য, সন্তানহীনতা বা মাসিক উপার্জনের মতো বিষয়গুলো নিজের মধ্যেই রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বন্ধুত্বের অজুহাতে ব্যক্তিগত ব্যাপারে কেউ নাক গলাবে— এমনটা ভেবে অনেকে নতুন করে বন্ধুত্ব করতে চান না। 

৭. তথ্যের গোপনীয়তা: 

ছোটবেলার বন্ধুকে খোলা মনে যা যা বলা যায়, নতুন বন্ধুকে তা না-ও বলা যেতে পারে। আর এই কার্য-কারণ বা শর্ত বন্ধুত্বকে পিছিয়ে দেয়। 

friendship3

সব মিলিয়ে মানুষের কাছে ছোটবেলা বা শৈশবের বন্ধুকেই প্রকৃত বন্ধু বলে মনে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের নানা দায়িত্ব, কাজের চাপের কারণে বন্ধুর জন্য আলাদা সময় বের করার সময় আর হয় না। নতুন বন্ধুও শৈশবের বন্ধুর জায়গা নিতে পারে না। ফলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে বন্ধুর সংখ্যা। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর